Scores

মুমিনুল ও মুশফিককে কৃতিত্ব দিচ্ছেন জার্ভিস

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এলেন দুই দলের দিনের সেরা পারফর্মার। মুমিনুল হকের আগে এলেন কাইল জার্ভিসই। তিন উইকেট শিকার করে এই পেসার যা একটু ভোগান্তিতে ফেলতে পেরেছেন বাংলাদেশকে!

মুমিনুল ও মুশফিককে কৃতিত্ব দিচ্ছেন জার্ভিস

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার মুখেও মুমিনুল আর মুশফিকুর রহিমের বন্দনা। দিনের খেলার কৃতিত্বটাও দিলেন তাদেরই। মুমিনুল আর মুশফিক না দাঁড়ালে কেমন পরিণতি হতে পারতো বাংলাদেশের, সেটি একটু ইঙ্গিতও দিলেন। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিধ্বংসী বোলিংয়ের পর এমন ‘হাতছাড়া হয়ে যাওয়া’ হুঙ্কার শোনা যেতেই পারে!

জার্ভিসের মতে, সকালে উইকেটে পেস বল করা যাচ্ছিল ভালো। সেই সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের পাঁচ-ছয়টি উইকেট প্রথম সেশনেই শিকার করার পরিকল্পনা ছিল জিম্বাবুয়ের। সেটি সফল হয়নি মুমিনুল আর মুশফিকের কারণে।

Also Read - টেস্টে 'লাঞ্চ' বিরতিতে খান না মুমিনুল!


জার্ভিস বলেন, আজ সকালে একটু আর্দ্রতা ছিলএ সকালটা ছিল সিম বোলিং সহায়কমুমিনুল ও মুশফিককে কৃতিত্ব দিতে হচ্ছেতারা খুবই কঠিন সময়ে লড়ে গেছেতারা খুবই ভালো ব্যাট করেছে, ঠান্ডা মাথায় ব্যাট করেছেওদের কৃতিত্ব না দিয়ে পারা যাচ্ছে নাকারণ খুব সহজেই পাঁচ বা ছয় উইকেট পড়ে যেতে পারত।’

জিম্বাবুইয়ান পেসারের মতে, ম্যাচের প্রথমদিক এবং শেষদিক ছাড়া সুবিধাজনক অবস্থানে ছিল না জিম্বাবুয়ে, শেষের ওই সময়টুকুই যথেষ্ট নাআমরা প্রথম ঘণ্টায় এগিয়ে ছিলাম, তারপর ওরা শেষ ঘণ্টার আগ পর্যন্ত বাকি দিনে এগিয়ে থেকেছেঘণ্টা দিয়ে ব্যাখ্যা করলে হয়তো বুঝতে সুবিধা হবেওরা দিনের বেশির ভাগ সময়টাই জিতেছে শুধু প্রথম ও সম্ভবত শেষ ঘণ্টা ছাড়া।’

পেসাররা আরও ভালো করতে পারতেন, কিন্তু সেটা সম্ভব হয়নি মুমিনুল আর মুশফিকের ব্যাটিংয়ের কারণে, একইসাথে নিজেদের কিছু ভুলে। এমনটাই অভিমত জার্ভিসের। তার ভাষ্য, সারা দিনই উইকেটে পেসারদের জন্য কিছু ছিলওরা সত্যি খুব ভালো ব্যাট করেআর প্রায় তিন ঘণ্টাজুড়ে আমরা ভালো বল করিনিযে উইকেটে এত রান দেওয়া উচিত নয়, তেমন উইকেটে সহজ কিছু রান করার সুযোগ করে দিয়েছি আমরা।’

আরও পড়ুন: “মাশরাফি প্রধানমন্ত্রীর অনেক কাছের মানুষ”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশ সফর শেষ জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটারের

ডাবলের পথে মুশফিক, বড় সংগ্রহ বাংলাদেশের

জয় ছাড়া কিছু ভাবছে না জিম্বাবুয়ে

বাংলাদেশের জন্য জার্ভিসের শুভকামনা

টেস্ট দলে ডাক পেলেন অভিমানী টেলর-জার্ভিস