মুমিনুল-শান্তদের অফ ফর্মই আকরামের কাঠগড়ায়
দলের দুঃসময় পেছনে ফেলে আকরাম আছেন সোনালি সময়ের আশায়। আর এই প্রত্যাবর্তন বা ঘুরে দাঁড়ানোর মানসিকতা তিনি দেখতে চান ২৪ জুন থেকে শুরু হতে যাওয়া সেন্ট লুসিয়া টেস্ট থেকেই।
বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে -
আপডেট হয়েছে -
খেলার সারসংক্ষেপ
মাউন্ট মঙ্গানুই টেস্টের ঐতিহাসিক জয় বাংলাদেশ টেস্ট দল নিয়ে যে আশার ফানুশ উড়িয়েছিল, এ বছরের বাকি অংশে টেস্টের পারফরম্যান্স সেই ফানুশ ফুটো করে দিয়েছে। যেকোনো কন্ডিশনে, যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধেই এখন অসহায় আত্মসমর্পণ করছে টেস্ট দল। আর এর পেছনে ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করছেন আকরাম খান।
টেস্ট দলের ব্যাটিংয়ের স্তম্ভতুল্য যারা, তাদের অনেকেই রান খরায় ভুগছেন। সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক কিংবা নাজমুল হোসেন শান্ত ব্যাটিং অর্ডারের গুরুদায়িত্ব পেলেও তাদের ব্যাটে রানের দেখা নেই বললেই চলে। শান্ত-মুমিনুলদের এই অফ ফর্মই দলের এমন ব্যর্থতার কারণ, দাবি সাবেক অধিনায়কের।
আকরাম বলেন, 'টেস্টে যেরকম আশা করেছিলাম সেরকম কিন্তু হচ্ছে না। কারণ আমাদের একসঙ্গে কয়েকজন ব্যাটার ফর্মে নেই। ছোট ফরম্যাটে যেমন হয়- আপনি ১-২ ওভার ভালো করেও পুষিয়ে দিতে পারবেন। কিন্তু টেস্টে এরকম হয় না, একসঙ্গে পুরো দলকে ভালো করতে হয়, মানে ১১ জনকেই ভালো খেলতে হয়।'
আকরাম মনে করেন, টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দল, 'আমরা শুরুতেই অন্যদের দেওয়া চাপে পড়ে যাচ্ছি। এমন হলে কিন্তু আমাদের পারফরম্যান্স ভালো হবে না। আমরা গত কিছু টেস্টে খারাপ করছি। আশা করছি পরের ম্যাচ থেকে যেন ব্যাপারটা পরিবর্তন হয়।'
দলের দুঃসময় পেছনে ফেলে আকরাম আছেন সোনালি সময়ের আশায়। আর এই প্রত্যাবর্তন বা ঘুরে দাঁড়ানোর মানসিকতা তিনি দেখতে চান ২৪ জুন থেকে শুরু হতে যাওয়া সেন্ট লুসিয়া টেস্ট থেকেই।
তিনি বলেন, 'দ্বিতীয় ম্যাচে শুরু থেকে আমাদের দাপট দেখাতে হবে। ওরা (ওয়েস্ট ইন্ডিজ) যদি আমাদের ডমিনেট করে ফেলে তাহলে আবারও একই ফল হবে। কারণ আমরা মানসিকভাবে এখন একটু পিছিয়ে আছি।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।