Scores

মুম্বাইয়ের পরের ম্যাচেই থাকছেন রোহিত শর্মা

চোট পেয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা দলের সর্বশেষ ম্যাচে মাঠে নামতে পারেননি। মাঠে নামতে না পারায় হাতছাড়া হয়েছে বিরল একটি রেকর্ডও।

মুম্বাইয়ের পরের ম্যাচেই থাকছেন রোহিত শর্মা

তবে সিনিয়র এই ক্রিকেটারের চোটে ভারতের ক্রিকেট অঙ্গনে দুশ্চিন্তার মেঘ তৈরি হয়েছিল। শুধু মুম্বাই ইন্ডিয়ান্সেই নন, রোহিত ভারতের বিশ্বকাপ দলেরও অন্যতম কাণ্ডারি। তবে ভারত ও মুম্বাই সমর্থকদের স্বস্তির খবর, অভিজ্ঞ এই ব্যাটসম্যানের চোট সেরে ওঠায় মুম্বাইয়ের পরের ম্যাচেই মাঠে ফেরার ফিটনেস থাকবে তার।

Also Read - ভারতের প্রভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি পরিবর্তন!


মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেট অপারেশন্সের প্রধান জহির খান জানিয়েছেন, মুম্বাইয়ের পরবর্তী ম্যাচে খেলার জন্য একাদশের বিবেচনায় রয়েছে রোহিত।

গত ৯ এপ্রিল দলের সাথে অনুশীলনের সময় চোট পান তিনি। চোট পাওয়ার পর কয়েক পা হেঁটেই বসে পড়েছিলেন এবং ব্যথায় মাথায় হাত দিয়ে কাতরাচ্ছিলেন। তবে দলের ফিজিও প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে রোহিত নিজেই হেঁটে ড্রেসিংরুমে ফিরে যান। তার চোটটা গুরুতর নয় বলে জানা গিয়েছিল তখনই।

জহির খান বলেন, ‘সে আজ অনুশীলন করতে পারবে এবং আমরা একাদশ সাজানোর বিবেচনায় তাকে রাখব। এটি আমাদের জন্য বেশ ইতিবাচক দিক। তার অনুশীলনের পর ভালো করে বোঝা যাবে।’

এবারের আইপিএলে মুম্বাইয়ের হয়ে প্রথম পাঁচটি ম্যাচে রোহিত রান করেছেন ১১৮। মুম্বাই ইন্ডিয়ান্সের একাধিকবার শিরোপাজয়ী এই অধিনায়ক আইপিএলে মোট ম্যাচ খেলেছেন ১৭৮টি। ১৭৩ ইনিংসে ব্যাটিং করে সংগ্রহ করেছেন ৪৬১১ রান। করেছেন ১টি শতক ও ২৭টি অর্ধশতক।

চোটের কারণে দলের গত ম্যাচে অনুপস্থিত থেকে রোহিত অবশ্য একটি রেকর্ড হাতছাড়া করেছেন। এদিন খেলতে না নামায় ভেঙে যায় আইপিএলে তার একটানা সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলার রেকর্ড ছোঁয়ার সুযোগ। আইপিএলে একটানা ১৩৩টি ম্যাচ খেলেছেন রোহিত, যা আইপিএলের ইতিহাসে কোনো খেলোয়াড়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। রোহিতের ওপরে আছেন শুধু চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। তিনি রোহিতের থেকে একটা বেশি, টানা ১৩৪টি ম্যাচ খেলেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সর্বশেষ আইপিএল ‘শাপে বর’ হয়েছে সাকিবের জন্য!

“বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ”

রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন

আইপিএল ২০১৯: একনজরে পুরস্কারসমূহ

আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল নিয়ে টুইটারে ঝড়