SCORE

সর্বশেষ

মুম্বাইয়ের পেস আক্রমণে বড় ধাক্কা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে যেন ইনজুরির মেলা বসেছে। একের পর এক ক্রিকেটার ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও একজন পেসার। মুম্বাই ইন্ডিয়ান্সের প্যাট কামিন্সের জন্য এবারের আইপিএল শেষ। ইনজুরির কারণে ছিটকে গেছেন এই ডানহাতি পেসার।

Image result for pat cummins ipl

কোনও ম্যাচ খেলার আগেই অস্ট্রেলিয়ার পেসার কামিন্সকে দেশে ফিরে যেতে হচ্ছে। এবারের মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের একাদশে ছিলেন না কামিন্স। দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ আসার ভালো সম্ভাবনা ছিল। কেননা প্রথম ম্যাচে মুম্বাইয়ের তিন পেসারই ছিলেন ব্যর্থ। তবে সুযোগ আসার আগেই খারাপ সংবাদ পেলেন প্যাট কামিন্স। ডানহাতি এই পেসারের ইনজুরি প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেই সে (কামিন্স) পিঠে চোট পায়। যার ফলে মেরদণ্ডের হাড়ে কিছুটা সমস্যা হয়েছে।’

Also Read - 'খেলতে গেলে চোটে পড়তেই পারে'

তবে প্যাট কামিন্সের এই ইনজুরি নতুন কিছু নয়। ২০১১ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের পর শুধুমাত্র এই ইনজুরির কারণে ছয় বছর টেস্ট খেলতে পারেন নি। তবে ইনজুরি থেকে ফিরে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া দলে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেন কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়া আশা করছে আসন্ন জুনে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন এই পেসার। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে কামিন্সকে পাবার আশা ব্যক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, গত জানুয়ারিতে আইপিএলের নিলামে ৫ কোটি ৪০ লাখ ভারতীয় রুপিতে প্যাট কামিন্সকে দলে ভেড়ায় মুম্বাই। তবে শুরুর আগেই আইপিএল শেষ হলো এই পেসারের। এতে অবশ্য মুস্তাফিজ-ম্যাকক্লেনাঘানদের সুযোগ বাড়বে। টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ ১২ এপ্রিল। হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মারা। সেই ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে একে-অপরের বিপক্ষে লড়তে দেখা যেতে পারে। বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

[আরও পড়ুনঃ জয় দিয়েই হায়দরাবাদের হয়ে আইপিএল শুরু সাকিবের]

 

 

Related Articles

ভারতছাড়া হচ্ছে আইপিএল!

বিগ ব্যাশকেও বিদায় বললেন জনসন

দুই বছর বিদেশি লিগে খেলবেন না মুস্তাফিজ

১০০ বলের ফরম্যাটের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড

আইপিএল খেলে যাবেন ডি ভিলিয়ার্স