মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্বে ফিরলেন জয়াবর্ধনে
এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাইয়ের প্রধান কোচ ছিলেন এই লঙ্কান গ্রেট

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-10-13T19:43:48+06:00
আপডেট হয়েছে - 2024-10-13T19:43:48+06:00
আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হয়েছেন এই লঙ্কান কিংবদন্তি। এর আগে ২০১৭ সাল থেকে পাঁচ বছর মুম্বাইয়ের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। দুই বছর পর আবার ফিরছেন পুরোনো ভূমিকায়। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মাহেলা জয়াবর্ধনে
মার্ক বাউচারের অধীনে সময়টা ভালো যায়নি মুম্বাইয়ের। ২০২৩ আইপিএলে প্লে-অফে খেললেও ২০২৪ আসরে নিচের দিকে থেকে টুর্নামেন্ট শেষ করেছে দলটি। ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল কোচ মাহেলা জয়াবর্ধনে। তার অধীনে ২০১৭, ২০১৯ ও ২০২০ সালের আইপিএলের শিরোপা জিতেছে দলটি। ২০২২ সালের পর জয়াবর্ধনেকে আরো বড় দায়িত্ব দিয়েছিল মুম্বাই।
মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানা থাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের অধীনে আছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আছে আরও দুইটি দল। জয়াবর্ধনের অধীনে ছিল তিন দলই। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলছে এমআই এমিরেটস। আর সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টিতে তাদের দলের নাম এমআই কেপটাউন। মূলত তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে সংযোগ স্থাপনের বড় দায়িত্ব দেয়া হয়েছিল তাকে।
পুরোনো ভূমিকায় ফিরে জয়াবর্ধনে বলেছেন, " মুম্বাই পরিবারের অংশ হওয়া সব সময়ই আমার জন্য বড় অর্জন। ২০১৭ সালে আমাদের লক্ষ্য ছিল একটি প্রতিভাবান দলকে নিয়ে দুর্দান্ত ক্রিকেট খেলা এবং আমরা ভালো করতে পেরেছিলাম।"
নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন জানিয়ে এই কোচ আরো বলেন, " এইবার আরও ফিরেছি আমাদের মনোযোগ থাকবে ভবিষ্যতের দিকে। আমাদের লক্ষ্য থাকবে মুম্বাইয়ের প্রতি ভালোবাসাকে শক্তিশালী করা। মালিকদের তৈরি হওয়া দৃষ্টিভঙ্গি ও ইতিহাসকে এগিয়ে নিতে চাই। এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।"
এর আগেও ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। বিপিএল, দ্যা হান্ড্রেডে কোচিং করিয়েছেন, ছিলেন শ্রীলঙ্কা জাতীয় দলের পরামর্শকও। তার দায়িত্বে থাকাকালীন সময়ই ২০২২ সালের এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।