মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্বে মামব্রে
লাসিথ মালিঙ্গার সাথে মিলে কাজ করবেন মামব্রে।

মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্বে মামব্রে
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-10-16T17:29:13+06:00
আপডেট হয়েছে - 2024-10-16T17:29:13+06:00
আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ভারতীয় পেসার পরশ মামব্রে। আগে মুম্বাইয়ের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মামব্রের। আইপিএলের আসন্ন মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে আগে থেকেই এই দায়িত্বে থাকা লাসিথ মালিঙ্গার সাথে কাজ করবেন মামব্রে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
পরশ মামব্রে। ছবি : গেটি ইমেজস
কোচিং ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ মামব্রের। ২০২১ সালের
আগস্ট মাস থেকে রাহুল দ্রাবিড়ের অধীনে ভারত জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ
করেছেন তিনি। চলতি বছরের আগস্টে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পর শেষ হয়
প্রধান কোচ দ্রাবিড়ের চুক্তির মেয়াদ। দ্রাবিড়ের সাথে কোচিং স্টাফের বাকি সদস্যদের
মেয়াদও শেষ হয়। এর মধ্যে ফিল্ডিং কোচ টি দিলীপ এখনও কাজ করছেন ভারতের ফিল্ডিং কোচ
হিসেবে। বাকিরা নাম লিখিয়েছেন নতুন ঠিকানায়।
পরশ মামব্রে এবার নাম লেখালেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে। ২০১৩ সালে মুম্বাইয়ের কোচিং স্টাফের সদস্য ছিলেন মামব্রে। সেবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া ২০১১ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়া মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোচিং স্টাফেও ছিলেন পরশ মামব্রে। এর আগে কাজ করেছেন ভারত ‘এ’ দলের সাথেও। রঞ্জি ট্রফিতে কাজ করেছেন বেঙ্গলের সাথে। তার সময়ে ২০০৫-০৬ এবং ২০০৬-০৭ দুই মৌসুমে টানা দুইবার রঞ্জির ফাইনালে খেলেছিল বেঙ্গল।
কিছুদিন আগে প্রধান কোচ হিসেবে শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধেনে ফিরিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার বোলিং কোচ হিসেবে নিয়োগ দিল পরশ মামব্রেকে। আগে থেকেই বোলিং কোচের দায়িত্বে থাকা লাসিথ মালিঙ্গাও আছেন মুম্বাইয়ের কোচিং স্টাফে। নতুন মৌসুমের নিলামের আগে প্লেয়ারদের রিটেনশনের তালিকা ঠিক করাই এখন তাদের প্রথম কাজ।
সর্বশেষ আসরে নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে
১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতেই জিতে পয়েন্ট টেবিলের একদম তলানিতে থেকে আইপিএল শেষ
করেছিল মুম্বাই।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।