মুরাদ-রবিউলদের দুর্দান্ত বোলিং, পূর্বাঞ্চলকে চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়
দশম বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রাজশাহীতে দিনব্যাপী ছড়ি ঘুরিয়েছে বিসিবি মধ্যাঞ্চল। মধ্যাঞ্চলের বোলিং তোপে বেশ বেকায়দায় আছে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল।

মুরাদ-রবিউলদের দুর্দান্ত বোলিং, পূর্বাঞ্চলকে চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়
প্রকাশিত হয়েছে - 2022-12-21T21:33:12+06:00
আপডেট হয়েছে - 2022-12-21T21:35:05+06:00
দশম বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রাজশাহীতে দিনব্যাপী ছড়ি ঘুরিয়েছে বিসিবি মধ্যাঞ্চল। মধ্যাঞ্চলের বোলিং তোপে বেশ বেকায়দায় আছে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল।
বিসিএলে দারুণ বোলিং করছেন মুরাদ। ছবিঃ বিডিক্রিকটাইম
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৬ উইকেটে ১২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। ধুঁকতে ধুঁকতে এগোতে থাকে পূর্বাঞ্চলের ইনিংস। অফ স্পিনার নাইম হাসান ছাড়া বলার মত রান করতে পারেননি আর কেউ। ১০৭ বলে ৩৫ রানের লড়াকু এক ইনিংস খেলেন নাইম। পূর্বাঞ্চলের ইনিংস থামে ১৯১ রানের মাথায়।
মধ্যাঞ্চলের হয়ে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন স্পিনার হাসান মুরাদ।
প্রথম ইনিংসে ২৬২ রানের লিড পেয়ে নিজেরা ব্যাটিংয়ে না নেমে পূর্বাঞ্চলকে ফলো অন করায় মধ্যাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও খুব একটা সুবিধা করতে পারেনি পূর্বাঞ্চল। ওপেনার জহুরল ইসলাম ৫৩ বলে ১৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান। এছাড়া প্রিতম কুমার খেলেন ৪১ বলে ২৬ রানের ইনিংস। বাকিদের কেউ বলার মত রান করতে পারেননি। যার ফলে বোর্ডে ৮০ রান তোলার আগেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে পূর্বাঞ্চল। দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৯৫ রান তুলেছে পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলের চেয়ে এখনও ১৬৭ রানে পিছিয়ে আছে তারা। ফলে তাদেরকে চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়।
মধ্যাঞ্চলের হয়ে দারুণ বোলিং করেছেন রবিউল হক। ৩৩ রান খরচায় ৪ উইকেট তুলেছেন তিনি। এছাড়া এই ইনিংসেও বল হাতে দুর্দান্ত ছিলেন হাসান মুরাদ। ৪০ রান দিয়ে ২ উইকেট তুলেছেন তিনি।
নাঈম হাসান। ফাইল ছবি
পূর্বাঞ্চলের হয়ে ক্রিজে টিকে আছেন জিয়াউর রহমান এবং নাইম হাসান। এখনও ১৬৭ রানে পিছিয়ে আছে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। খুব অভাবনীয় কিছু না ঘটলে ইনিংস পরাজয়ই হয়ত মেনে নিতে হবে তাদেরকে।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি মধ্যাঞ্চল: ৪৫৩/১০ (জাকের আলি ১২১, শুভাগত হোম ৮২, আরিফুল হক ৭৮, রবিউল হক ৫৯, আনামুল হক ১০৬/৫, রিপন ৬৭/৪)
ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল:
১ম ইনিংস: ১৯১/১০ (নাইম শেখ ৫৬, ইমন ৩০, নাইম হাসান ৩৫, মুরাদ ১৯/৫, শরিফুল্লাহ ২২/২)
২য় ইনিংস: ৯৫/৬ (প্রিতম ২৬, জহুরুল ১৩, জিয়াউর ১০*, নাইম হাসান ৬*, রবিউল ৩৩/৪, মুরাদ ৪০/২)
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।