মুরাদ-রবিউল-মুশফিকে ভর করে ইনিংস ব্যবধানে জিতল মধ্যাঞ্চল
ইনিংস ও ১১৬ রানে জিতেছে বিসিবি মধ্যাঞ্চল।

মুরাদ-রবিউল-মুশফিকে ভর করে ইনিংস ব্যবধানে জিতল মধ্যাঞ্চল
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-12-22T22:06:15+06:00
আপডেট হয়েছে - 2022-12-22T22:06:15+06:00
ঘটনাটা অনুমিতই ছিল, তবে বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতাও শেষ হলো। বিসিবি মধ্যাঞ্চলের কাছে ইনিংস এবং ১১৬ রানের বিশাল ব্যবধানে হারল ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল।
পূর্বাঞ্চলের ব্যাটাররা খাবি খেয়েছেন মুরাদের স্পিনের সামনে। ফাইল ছবি
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৬ উইকেটে ৯৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ফলো-অনে ব্যাট করতে থাকা পূর্বাঞ্চলকে চোখ রাঙাচ্ছিল ইনিংস পরাজয়। শেষমেশ ইনিংস পরাজয়ই বরন করে নিয়েছে তারা।
শেষ দিনে প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করা নাইম হাসান বাদে আর কেউ খুব বেশি লড়াই করতে পারেননি পূর্বাঞ্চলের হয়ে। ৩৫ বলে ১০ রান করে দিনের একদম শুরুতেই বিদায় নেন জিয়াউর রহমান। বাকি ব্যাটার কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। একাই লড়ে গেছেন নাইম হাসান।
৭১ বলে ৪৪ রান করে দলীয় ১৩৯ রানের মাথায় বিদায় নেন নাইম। এর কিছুক্ষণ পর ১৪৬ রানে অলআউট হয়ে যায় ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। ইনিংস এবং ১১৬ রানের ব্যবধানে জয় পায় বিসিবি মধ্যাঞ্চল।
ভালো করেছেন মুশফিক হাসানও। ছবিঃ বিডিক্রিকটাইম
মধ্যাঞ্চলের হয়ে অসাধারণ বোলিং করেছেন রবিউল হক। ৬১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। মুশফিক হাসান ২০ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন মুরাদ। সব মিলিয়ে ম্যাচে তাই ৮ উইকেট পেলেন হাসান মুরাদ। ম্যাচসেরার পুরস্কারটাও বাগিয়ে নিয়েছেন মুরাদই।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৪৫৩
ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৯১
ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল ২য় ইনিংস: (ফলো-অন) ৫৫.৩ ওভারে ১৪৬ (আগের দিন ৯৫/৬) (জিয়াউর ১০, নাঈম হাসান ৪৪, তানভির ৬, রিপন ৬, এনামুল ১*; মুশফিক ৬.৩-৩-২০-২, মুরাদ ২৪-১১-৫০-৩, রবিউল ১৬-৫-৬১-৪, সৌম্য ৫-৩-৮-০, শরিফউল্লাহ ২-১-২-০, শুভাগত ২-২-০-১)
ফল: বিসিবি মধ্যাঞ্চল ইনিংস ও ১১৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: হাসান মুরাদ
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।