Scores

মুরালির রেকর্ড ভাঙতে পারবেন তো তাইজুল?

‘পাঁচ’ উইকেটের হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দুই টেস্টে এখন পর্যন্ত ১৬ উইকেট নিয়েছেন তিনি। দুই টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়া মুরালিধরনকে পেছনে ফেলার হাতছানি তাইজুলের সামনে।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট, সিলেটে দুই ইনিংসে মোট ১১টি উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। এক ইনিংসে ৬২ রানে ৫টি এবং আরেক ইনিংসে ১০৮ রানে ৬টি। পাঁচ উইকেট নেওয়ার ধারা বজায় রেখেছেন ঢাকা টেস্টেও। বলতে গেলে পাঁচ উইকেট নেওয়ার হ্যাটট্রিকই করেছেন এই বাঁহাতি স্পিনার। সিলেট টেস্টের পর ঢাকা টেস্টেও ৬ উইকেট নিয়েছেন তিনি।

প্রথম ইনিংসে একাই নেন ৬টি। টানা তিন ইনিংসে হ্যাটট্রিক করাতে রেকর্ড গড়েছেন তাইজুল। অবশ্য এর আগে আরও দুই বাংলাদেশি বোলারের পাশে এই রেকর্ডটি রয়েছে। তবে সেসব ছাপিয়ে তাইজুলের চোখ দ্বিতীয় ইনিংসেও এই পাঁচ উইকেট। মূলত আর তিন উইকেট পেলেই দুই টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন তাইজুল।

Also Read - ফলোঅন নিয়ে যত রহস্য


২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ১৮ উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র। শুধু এনামুলই নয়, তাইজুলের সামনে সুযোগ রয়েছে কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে পেছনে ফেলার। দুই টেস্টে তার উইকেট সংখ্যা ২২! মুরালির রেকর্ড ভাঙতে তাইজুলের প্রয়োজন আরও ৭ উইকেট। তাইজুল পারবেন তো মুরালির রেকর্ড ভাঙতে? সেটির উত্তর নিয়েছেন নিজেই।

“বিষয়টা অনেকটাই নির্ভর করছে উইকেটের ওপর। তৃতীয় দিনেও দেখলেন তো উইকেট কেমন আচরণ করেছে, শার্প টার্ন পাইনি। হালকা টার্ন পেয়েছি আজ। কাল যদি উইকেট ভাঙে, তবে তো ভালোই হয়।”

এত রেকর্ডের পরেও আরও একটি রেকর্ডের হাতছানি তাইজুলের সামনে। দ্বিতীয় ইনিংসে মাত্র চারটি উইকেট পেলেই টানা দুই টেস্টে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন তাইজুল। যা কিনা আগে করে দেখাতে পারেনি বাংলাদেশের কোনো বোলার। তবে রেকর্ড নিয়ে ভাবনা নেই তাইজুলের।

“ভালো পারফরম্যান্স করলে প্রতিটা ক্রিকেটারের ভালো লাগে। তবে দল আগে। দল এখন ভালো অবস্থানে আছে, এতেই খুশি।”

আরও পড়ুনঃ ফলোঅন নিয়ে যত রহস্য

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিন ক্রিকেটার

ভিডিও: সবচেয়ে সফল বলা মডেল কেন বদলাতে হবে?

শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

ডমিঙ্গোর চোখে টেস্টে উন্নতির পথে বড় বাধা যেটি

ভাষা সমস্যার সমাধান দিলেন ল্যাঙ্গাভেল্ট