মুশতাকের চোখে জাকির-সাদমানরা এখনও 'তরুণ'

প্রকাশিত হয়েছে - 2024-10-30T19:36:22+06:00
আপডেট হয়েছে - 2024-10-30T20:20:48+06:00
২০২২ সালে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ১২তম টেস্ট খেলছেন জাকির হাসান। ২৬ বছর বয়সী জাকিরের চেয়ে বয়স আর অভিজ্ঞতা দুই দিক দিয়েই এগিয়ে সাদমান ইসলাম। ২৯ বছর বয়সী এই ক্রিকেটারের অভিষেক হয় ২০১৮ সালে, চট্টগ্রামে খেলছেন নিজের ১৯তম টেস্ট। এতদিন জাতীয় দলে বিশেষত টেস্ট আঙিনায় কাটিয়ে দেওয়ার পরও সাদমান-জাকিরকে তরুণ মনে হচ্ছে মুশতাকের, যারা এখনও টেস্ট খেলা শিখছেন।
দক্ষিণ আফ্রিকা যে উইকেটে হেসেখেলে ব্যাট করেছে, অল্পের জন্য পা রাখেনি ৬০০ রানের মাইলফলকে, তার আগেই করেছে ইনিংস ঘোষণা; সেই একই উইকেটে বাংলাদেশ দল খেলতে নেমে হুমড়ি খেয়ে পড়েছে সাজঘরে ফেরার মিছিলে। উইকেট যদি ব্যাটিং বান্ধব হয়, তাহলে বাংলাদেশের ব্যাটারদের দৃষ্টিকটু ব্যর্থতাই তো প্রতিফলিত হচ্ছে এমন ভূতুড়ে স্কোরকার্ডে। ৫৭৫ রানের জবাবে ৪ উইকেটে ৩৮ রান দেখে কে বলবে, ম্যাচটা হচ্ছে বাংলাদেশের হোম ভেন্যুতে, আর দক্ষিণ আফ্রিকা খেলছে অনভ্যস্ত কন্ডিশনে!
প্রোটিয়ারা যেখানে হেসেখেলে খেলছে, সেখানে বাংলাদেশের কেন গলদঘর্ম অবস্থা, এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই জাকির-সাদমানদের তরুণ বলে আখ্যায়িত করলেন স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাক।
'ক্রিকেট মজার খেলা। এখানে বেসিক ঠিক করতে হবে। পরিস্থিতি ও কন্ডিশন বুঝে খেলে হবে। তরুণরা শিখছে। জাকের, সাদমানরা তরুণ। এসব জায়গায় আমাদের উন্নতি করতে হবে।'
অবশ্য অভিজ্ঞতা কিংবা ম্যাচ খেলার পরিসংখ্যান দেখলে সাদমান বা জাকির কাউকেই তরুণ বলার সুযোগ নেই। প্রথম শ্রেণির ক্রিকেটে সাদমান ইতোমধ্যে ৮৬টি এবং জাকির আরও বেশি, ৯২টি ম্যাচ খেলে ফেলেছেন। এত ম্যাচ খেলে, এত অভিজ্ঞতা অর্জনের পরও যদি ভালো খেলতে না পারেন, তাহলে লাভ কী?
এই প্রশ্নের জবাবে মুশতাক বলেন, ‘তারা আমার তুলনায় তরুণ। আমার কাছে তারা তরুণ। আমি আন্তর্জাতিক ম্যাচের কথা বলছি, প্রথম শ্রেণির ম্যাচ নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে তো আপনি ৩০-৫০টি ম্যাচও খেলতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন। এমন অনেকের নাম বলতে পারি যারা প্রচুর প্রথম শ্রেণির ম্যাচ খেলেও আন্তর্জাতিক ক্রিকেটের টেম্পারমেন্টে মানিয়ে নিতে পারেনি।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।