Scores

মুশফিককে নিয়ে দুর্ভাবনা নেই

উইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের দুশ্চিন্তা বাড়িয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অনুশীলনে ডান হাতে চোট পাওয়ার পর চলেছে চিকিৎসাও। তবুও শঙ্কা ছিল- ক্যারিবীয়দের বিপক্ষ তার মাঠে নামা হবে কি না।

মুশফিককে নিয়ে দুর্ভাবনা নেই
রোববার টনটনে অনুশীলন করে বাংলাদেশ দল, ফুরফুরে মেজাজে ছিলেন মুশফিকও। ছবি: বিডিক্রিকটাইম

তবে মুশফিককে নিয়ে শঙ্কার খবর কেটেছে। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশফিককে নিয়ে ভালো খবরই দিয়েছেন। যদিও ম্যাচের আগে না খেলা বা খেলার সিদ্ধান্ত নিবেন মুশফিক ও ফিজিও।

তবে মুশফিক সুস্থ আছেন জানিয়ে মাশরাফি বলেন, ‘যতটা দেখেছি তাতে মুশফিককে ভালোই মনে হয়েছে। প্র্যাকটিসও করেছে। তার এক্স-রে করানো হয়েছিল। তাকে নিয়ে এই মুহূর্তে কোনো দুর্ভাবনা নেই। ফাইনাল কলটা মুশফিক ও ফিজিও দেবে।’

Also Read - “ধারাভাষ্যকারদের কথা শুনে উইকেট বোঝা সহজ নয়”

‘আমি তো আমি ফিজিও নই। তাই চোট নিয়ে বলার আমি কেউ না। তবে দেখে এবং কথা বলে মনে হয়েছে যে, মুশফিক ঠিক আছে।’– বলেন মাশরাফি।

গত শনিবার (১৫ জুন) নেটে ব্যাটিং অনুশীলনের সময় চোট পান দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক। হাতের গ্লাভস খুলে সাথে সাথেই ড্রেসিং রুমের পথ ধরেন তিনি। পরবর্তীতে ফিজিও থিহান চন্দ্রমোহনের সরাপন্ন হন।

বিশ্বকাপের শুরু থেকেই চোটের মিছিলে ছিল মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানদের নাম। নতুন করে মুশফিকের নাম যোগ হওয়ায় দেশের ক্রিকেট অঙ্গনের কপালে পড়েছিল দুশ্চিন্তার ভাঁজ।

উল্লেখ্য, সোমবার (১৭ জুন) টনটনে আসরে নিজেদের পঞ্চম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

আইসিসির ট্রলের শিকার শচীন!

শীর্ষেই রইলেন সাকিব, উইলিয়ামসন-রয়ের উন্নতি

বাটলারের চোখে এটি ‘অবিশ্বাস্য’!

মরগানের হাতের বিশ্বকাপ ট্রফিটি আসল নয়, রেপ্লিকা!

শচীনের বিশ্বকাপ একাদশে পাঁচ ভারতীয়