Scores

মুশফিকদের অনুশীলনের জন্য নতুন মাঠ, বসানো হচ্ছে পিচ

করোনার কঠিন সময়ে দীর্ঘদিন মাঠের বাইরে ক্রিকেটাররা। ভাইরাসের বিস্তার ঠেকাতে সবাই যার যার ঘরে অবস্থান করছেন। খেলা দূরে থাক, বন্ধ হয়ে আছে অনুশীলনও। তবে দীর্ঘ অপেক্ষার পর এবার মহামারীর মধ্যেই মাঠে নামার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।

মাঠের অনুশীলনে মুশফিক

সেক্ষেত্রে অনুমিতভাবেই সবার প্রথমে মাঠে ফেরার উদ্যোগটি নিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ঘর থেকে বের হয়ে অনুশীলনের সুযোগ না থাকায় গত সাড়ে তিন মাস ঘরের ভেতরেই অনুশীলন করেছেন মুশফিক। তবে মাঠের অনুশীলনে ফিরতে কতটা উদগ্রীব, তা বুঝতে পারছিলেন সব মুশফিক ভক্তই। অবশেষে মাঠের অনুশীলনে ফেরা হল দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের।

Also Read - বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই


বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের বিশাল একখণ্ড সবুজ মাঠেই মঙ্গলবার (৭ জুলাই) থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন মুশফিক। তিনি নিজেই ফর্টিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। ক্রিকেটারদের সুযোগ দিতে পেরেই উচ্ছ্বসিত কর্তৃপক্ষও, তাই ক্রিকেটারদের কোনো অর্থকড়িও খরচ হবে না। মুশফিকের মতো যে ক্রিকেটাররা ঢাকায় অবস্থান করছেন, তারা ঝক্কি-ঝামেলা ছাড়াই ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন এই মাঠে।

অবশ্য ঘর থেকে বের হলেই আছে করোনার ভয়। তবে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলার সুবিধা ও নিরিবিলি পরিবেশের মধ্যেই অবস্থিত ফর্টিস গ্রুপের এই মাঠ। গ্রুপের উপ-মহাব্যবস্থাপক মঈনুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বিডিক্রিকটাইমকে। তিনি বলেন, ‘ইতোমধ্যে মুশফিক ভাই যোগাযোগ করেছেন, তিনি আগামীকাল অনুশীলন করতে আসবেন। আশা করছি উনার পাশাপাশি অন্যান্য ক্রিকেটাররাও আসা শুরু করবেন। ক্রিকেটারদের কোনো খরচ পড়বে না।’


মঈনুল হোসেন আরও জানান, বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে মাঠে ক্রিকেট পিচ বসাবে ফর্টিস গ্রুপ। মূলত ফর্টিসের এই মাঠ ফুটবলের জন্যই ব্যবহৃত হচ্ছিল। তবে ক্রিকেটাররা সেখানে অনুশীলনের আগ্রহ প্রকাশ করায় এবার ফর্টিস গ্রুপ ক্রিকেটেও প্রবেশ করতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের বিশাল একখণ্ড সবুজ মাঠ আছে। প্রায় ৪০ বিঘা জায়গায় অবস্থিত বড় দুটি মাঠ। আধুনিক পানিনিষ্কাশন ব্যবস্থা, ফ্লাডলাইটসহ সব আধুনিক সুযোগ-সুবিধাই আছে সেখানে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

চলতি মাসেই শুরু নতুন অনূর্ধ্ব-১৯ দল গঠনের কার্যক্রম

করোনা পরীক্ষায় নেগেটিভ সিপিএলের সব সদস্য

আইপিএলে ফিজিও-ট্রেনারের গায়ে থাকবে পিপিই

লারার করোনা নিয়ে গুজব

ঝুঁকিমুক্ত দেশে সিরিজ খেলতে চায় বিসিবি