Scores

মুশফিকের নতুন পরিচয় হবে ‘ধারাভাষ্যকার’!

মুশফিকুর রহিম, নামটা বাংলাদেশ ক্রিকেটের অনেক ইতিহাসের সাথে জড়িত। দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান আন্তর্জাতিক অঙ্গনেও নন্দিত। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের জন্য সুনাম কুড়িয়েছেন ক্যারিয়ারের শুরুতেই। এই ব্যাটসম্যান অবসরের পরেও থাকতে চান ক্রিকেটের সাথেই। হয়তো তখন দেখা যাবে ধারাভাষ্যকার মুশফিককে।

 মুশফিকের নতুন পরিচয় হবে ধারাভাষ্যকার!

২০০৫ সালে লর্ডসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসাবে অভিষেক হয়েছিল মুশফিকের। সাদা পোশাকে অভিষেকের ৭ বছর পরে দেশের হয়ে প্রথম দ্বিশতকটা তিনিই হাঁকান। প্রথম বাংলাদেশি হিসাবে এখন পর্যন্ত দুইটা দ্বিশতকের মালিক তিনি। প্রথম উইকেটরক্ষক হিসাবেও দুইটা দ্বিশতক মুশফিকের নামের পাশে।

Also Read - মাশরাফির অবসর চান গিবসন


বাংলাদেশের এই সাবেক অধিনায়ক পুরো ক্যারিয়ার জুড়েই কঠোর পরিশ্রমী। ক্রিকেট নিয়ে কখনো একটুও ছাড় দেয়ার পক্ষে নন মুশফিক। ফিটনেস, ব্যাটিং, উইকেটরক্ষণ- সবক্ষেত্রেই অনুশীলনে সিরিয়াস তিনি। করোনাভাইরাসের কারণে ক্রিকেট মাঠে নেই প্রায় ২ মাস। তারপর চলছে রোজার মাস। কিন্তু মুশফিকের কোনো ছাড় নেই। ঠিকই ফিটনেস ধরে রাখতে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। শুধু বাংলাদেশ নয়, ক্রিকেট বিশ্বেরই সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারদের একজন মুশফিক।

ক্রিকেটের প্রতি যার এতো অনুরাগ, সেই মানুষটা অবসরে পরে কী করবেন- সম্প্রতি ইউটিউবে এক সাক্ষাৎকারে এই প্রশ্নের সম্মুখীন হন মুশফিক। এই ডানহাতি ব্যাটসম্যান জানান, অবসরের পরেও তিনি যেকোনভাবে ক্রিকেটের সাথেই জড়িত থাকতে চান। ভবিষ্যতে তাকে আন্তর্জাতিক অঙ্গনে ধারাভাষ্যকার হিসাবে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মুশফিক।

বাংলাদেশের এই সাবেক অধিনায়ক ১৫ বছর ধরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বাংলাদেশের অনেক ম্যাচ জয়ের পেছনে আছে তার অবদান। তার অধিনায়কত্বের অধীনেই বাংলাদেশ টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জয় করেছে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

টি-টোয়েন্টিতে কোহলির সাথে ব্যবধান বাড়ালেন বাবর

তামিমের অর্ধশতক, প্রথম সেশনেই বাংলাদেশের শতরান

টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

অলিম্পিকে দেখা যেতে পারে টি-১০ সংস্করণ