Scores

মুশফিকের নাগিন উদযাপনের কারণ জানালেন তামিম

মাথায় হাত দিয়ে সাপের মতো ভঙ্গি করে উদযাপন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন বা-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা অপু বেশ কিছুদিন আগে ডাক পান জাতীয় দলেও।

 

Also Read - মুশফিকের ছক্কার সামর্থ্যর কথা জানাই ছিল না পাপনের!


ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন তিনি। সুযোগ মিলেছিল একাদশেও। সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেন এই স্পিনার। বিপিএলে আলোড়ন সৃষ্টি করা সেই নাগিন ড্যান্স উদযাপন অব্যাহত থাকে জাতীয় দলেও। লঙ্কান শিবিরের উইকেট নিয়েই নাগিন উদযাপন করতে দেখা যায় অপুকে।

অবশ্য এই উদযাপন ছড়িয়ে পড়ে দলের সবার মাঝে। গতকাল এই নাগিন ড্যান্স আরও বেশি আলোড়ন সৃষ্টি করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের পর নাগিন ড্যান্স দিয়ে জয় উদযাপন করেন ম্যাচের নায়ক মুশফিকুর রহিম। তাঁর এই উদযাপন ছড়িয়ে পড়েছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

থিসারা পেরেরার বলে এক রান নিয়ে ৫ উইকেটের বিশাল জয় বাংলাদেশের। সেই সাথে রান তাড়ার রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে দল। ম্যাচ শেষে মুশফিকের এমন উদযাপন অনেকেই কারো প্রতি ইঙ্গিত দিয়ে করেছে ভাবলেও তামিম জানালেন অন্য গল্প। কাউকে উদ্দেশ্য করে নয় বরং অপুকেই এমনটা দেখিয়েছেন মুশফিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের নাগিন ড্যান্স উদযাপনের রহস্য জানান তিনি।

‘আমাদের দলে নাজমুল ইসলাম অপু নামে একজন বা-হাতি স্পিনার রয়েছে। এটা ওর উদযাপন। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, যেখানেই ও উইকেট পায় তখনি এই নাগিন নাচ দেয়। এটা অনেক মজার উদযাপন।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় মুশফিক ওকেই দেখিয়েই এমন উদযাপন করেছে। কারণ আমরা জানি এটা অপুর উদযাপন। ও যখনি উইকেট পায় তখনি এটা নিয়ে অনেক মজা হয় যদিও এখনো পর্যন্ত একটি উইকেটও পায়নি। পেলেই এই নাগিন উদযাপন দেখতে পাবেন।’

আরও পড়ুনঃ বাংলাদেশের রেকর্ড জয়ে টুইটারে প্রতিক্রিয়া

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শনিবার থেকে অনুশীলন, কোয়ারেন্টিন শেষে ফিরবেন তামিম

দেশে ফিরেছেন তামিম

ছোটবেলা থেকে পাইলটকে অনুসরণ করতেন সাব্বির

চিকিৎসার জন্য ইংল্যান্ড গেলেন তামিম

চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তামিম