Scores

মুশফিকের ‘বউভাত’ আজ

লিখেছেন

মোঃ সিয়াম চৌধুরী

‘ঘরের ছেলে’ মুশফিক বিয়ে করেছেন গত ২৫ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর হয়ে গেছে বিবাহোত্তর সংবর্ধনাও। এবার মুশফিকের নববধূ জানাতুল কিফায়াত মন্ডিকে বরণ করে নিতে প্রস্তুত মুশফিকের জন্মস্থান বগুড়া।

Also Read - ব্যর্থতার বছর ২০১৪


আজ জাতীয় দলের টেস্ট অধিনায়কের বউভাত অনুষ্ঠান। রীতি অনুযায়ী এ অনুষ্ঠানে কনের আত্মীয়স্বজনদের আপ্যায়ন করেন বরের পরিবার। জানাতুল কিফায়াতের স্বজনদের অভ্যর্থনা জানাতে তাই উৎসবের রঙে সেজেছে মুশফিকের বাড়ির আঙিনা থেকে শুরু করে পুরো বগুড়া শহর।

অনুষ্ঠান আয়োজনের পুরোভাগে রয়েছে মুশফিক ও তাঁর বাবা আবদুল হামিদ। গত ৩০ সেপ্টেম্বর মন্ডিকে শ্বশুরবাড়িতে নিয়ে আসার পর থেকে মেহমানদের আনাগোনা লেগেই আছে সংহতি’তে। সংহতি মুশফিকদের বাড়ির নাম। সারাদিনই সবার সাথে দেখা করে ব্যস্ত সময় পার করতে হচ্ছে নতুন দম্পতিকে। আজকের বউভাত সামনে রেখে আয়োজনে আর আপ্যায়নে কোনো কার্পণ্য করা হয়নি। এলাকার সব গণ্যমান্য ব্যক্তিবর্গ দাওয়াত তো পেয়েছেনই, বাদ পড়েননি মুশফিকের ক্রিকেট সতীর্থরাও। বাড়ির সামনে তৈরি করা হয়েছে সুবিশাল গেইট-তোরণ। বিশাল আঙিনায় বাঁধা হয়েছে প্যান্ডেল যেখানে একসাথে বসে খেতে পারবেন ৮০০ জনের মতো অতিথি। খাবার সার্ভ করার জন্য লোক নিয়োগ করা হয়েছে ১০০ জন, আর রান্নার কাজ করার জন্য যথেষ্ট পরিমাণ বাবুর্চি।

৫০টির মতো চুলায় চলছে রান্নাবান্না, জবাই করা হয়েছে ১০০টির মতো খাসী। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আসতে শুরু করবেন আমন্ত্রিত অতিথিরা। খাবার খাওয়ানো শুরু হবে রাত ৮টা থেকে। খাবারের তালিকায় বিশেষভাবে রয়েছে কাচ্চি বিরিয়ানি, খাসীর রেজালা ও মুরগির রোষ্ট। যেসব ক্রিকেটারেরা অনুষ্ঠানে যোগ দেবেন তাঁদের থাকার জন্য বুকিং করা হয়েছে চার তারকা মানের একটি হোটেল.

গত বছরের অক্টোবরে জানাতুল কিফায়াত মন্ডির সাথে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এর প্রায় এক বছর পর গত ২৫শে সেপ্টেম্বর এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গায়ে হলুদ হয় ২৪ সেপ্টেম্বর ও বিবাহোত্তর সংবর্ধনা হয় ২৭ সেপ্টেম্বর। জান্নাতুল কিফায়াত মন্ডি মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা, বিবিএ কমপ্লিট করেছেন ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে।

Related Articles

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব