Scores

মুশফিক ইস্যুতে সুর বদল বিসিবির!

পাকিস্তান সফরে না যাওয়াতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে মুশফিককে না রাখার পক্ষে ছিল বিসিবি। তবে নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে বিসিবি। এমনকি তার সঙ্গে আলোচনা করা হবে পাকিস্তান সফর নিয়েও।

বিসিএলের শুরুতেও নেই মুশফিক

পরিবারের সম্মতি না থাকায় পাকিস্তান সফরকে আগেই ‘না’ করে দিয়েছেন মুশফিক। এমনকি পাকিস্তান সফর চূড়ান্ত হওয়ার আগেই এই সফর নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বাংলাদেশের দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। মুশফিক না যাওয়াতে টেস্ট দলে রাখা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। প্রথম ও দ্বিতীয় দফায় মুশফিকবিহীন বাংলাদেশকে বেশ ভুগতে হয়েছে।

Also Read - সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প!


টি-টোয়েন্টি সিরিজ হারের পর টেস্টে আবারো ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ঘোষণার আগে প্রধান নির্বাচক জানিয়েছিলেন একসঙ্গে তিন টেস্টের দল ঘোষণা করা হবে। অন্যদিকে পাকিস্তান সফরে না গেলেও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার ইচ্ছে পোষণ করেছিলেন মুশফিক। তবে মুশফিকের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেনি বিসিবি।

এমনকি হেড কোচও চাইছিলেন না তার পরিবর্তে যাকে খেলানো হবে তাকে এক ম্যাচের জন্য বাদ দিয়ে আবার পরের ম্যাচে নামাবেন। তাই তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মুশফিককে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াড ঘোষণার। তবে নিজেদের ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে চাইছে বিসিবি। তার মূল কারণ পাকিস্তানের বিপক্ষে টেস্টে ভরাডুবি। যার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে কোন ধরণের ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।

এমনকি পাকিস্তান সফর নিয়ে নিজের সিদ্ধান্ত বদলাতে মুশফিকের সঙ্গে ফের আলোচনায় বসবে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছে দেশের শীর্ষস্থানীয় দৈনিক। যদিও এখনো এই নিয়ে পুরোপুরি সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

উল্লেখ্য, আগামী রোববার ঘোষণা করা হবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। এমনকি গুঞ্জন উঠেছে বিসিবির ভবিষ্যৎ টেস্ট পরিকল্পনায় নেই মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে নাও রাখা হতে পারে তাকে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করে নিন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন দেওয়ার ভাবনা বিসিবির

করোনা নেগেটিভ জয়, যোগ দিলেন দলের সাথে

‘প্রতিদিন চাপের মুহূর্তে ব্যাট করতে হচ্ছে’- মেহেদীর কণ্ঠে আক্ষেপের সুর

বাকি সিনিয়ররাও ফর্মে ফিরবেন, প্রত্যাশা তামিমের

পেসারদের প্রাধান্য দেওয়ার কারণ জানালেন তামিম