Scores

মুশফিক জেতাতে পারবে বিশ্বাস ছিল ভাইকিংসের

একহাতেই চিটাগং ভাইকিংসকে ম্যাচ জিতিয়েছেন মুশফিকুর রহিম। তার ৪১ বলে ৭৫ রানের ইনিংসে চাপা পড়ে যায় থিসারা পেরেরার তাণ্ডব। শেষ পর্যন্ত টিকে থাকতে না পারলেও জয়ের কাজটা করেই মাঠ ছেড়েছেন মুশফিক। চিটাগং ভাইকিংসের পেসার খালেদ আহমেদ জানান মুশফিক ম্যাচ জেতাতে সেই বিশ্বাস ছিল সবার।

মুশফিক জেতাতে পারবে বিশ্বাস ছিল ভাইকিংসের
৪১ বলে ৭৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন ভাইকিংস অধিনায়ক মুশি। ছবিঃ বিডিক্রিকটাইম

৮ বলে ১৩ রান প্রয়োজন তখন ভাইকিংসের। ক্রিজে ছিলেন ৬৯ রান করা মুশফিক। সাইফউদ্দিনের ফুলটসকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে জয়ের কাছে এনে দেন ভাইকিংস অধিনায়ক। ১৯তম ওভারের শেষ বলে সাইফউদ্দিনের বলকে আবারো মাঠের বাইরে পাঠাতে গিয়ে তামিমের হাতে ধরা পড়েন মুশফিক। দারুণ এক ইনিংসের পর এমন আউট হতাশ করবেই সেটিই স্বাভাবিক।

ম্যাচ শেষ করে আসতে না পারায় আউটের পর রাগটা নিজের উপরেই ঝেড়েছেন মুশফিক। এই ধরণের মুহূর্তে আরও কয়েকবার পড়েছিলেন তিনি। শেষ কয়ে আসতে পেরেছিলেন মাত্র কয়েকবার। তবে আউট হলেও দলের জয়ের কাজটা সহজই করে দিয়ে গিয়েছেন মুশফিক। শুরুতে সেট একটু সময় নিলেও ধীরে ধীরে সেটি কাটিয়ে উঠেন তিনি। তাই তো ভাইকিংস পেসার খালেদ বললেন মুশফিক টিকে থাকতে পারলে দলকে জেতাতে পারবেন তিনি।

“মুশফিক ভাই ক্লাস ব্যাটিং করেছেন। উনি অবশ্য টিকে গেলে এরকমই ব্যাটিং করেন। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে যে ব্যাটিং করেছিলেন এই ম্যাচে তেমনই ব্যাটিং করেছেন। উনি দাঁড়িয়ে যাওয়ায় আমরা ভেবেছিলাম, এই ম্যাচে আমরা জিতব।”

Also Read - জিততে পারব, এই আত্মবিশ্বাস থেকেই জিতেছি: মিরাজ


যখন ক্রিজে এসেছিলেন তখন দলের সংগ্রহ ৬৪ রান। তখনও দলের প্রয়োজন ছিল ১২১ রান ৭৬ বলে। মুশফিক ক্রিজে আসার কিছুক্ষণ পরেই আফ্রিদির বলে আউট হন সেট হওয়া শেহজাদ। চাপের মুখে শুধু নিজে ফিফটিই করেননি দলকে জয়ের কাজটাও করে দিয়েছেন ভাইকিংস অধিনায়ক। এত সুন্দর ইনিংসের পরও যদি ম্যাচটা হাতছাড়া হতো তাহলে খারাপ লাগারই কথা।

“অসাধারণ ইনিংসে উনি সব কাভার করে এসেছিলেন। সেখান থেকে হেরে গেলে তা হতো আমাদের ভুল।”

আরও পড়ুনঃ জিততে পারব, এই আত্মবিশ্বাস থেকেই জিতেছিঃ মিরাজ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

টি-টোয়েন্টির জন্য নির্বাচকদের ভাবনায় রাব্বি!

খালেদের বোলিং দেখে মুগ্ধ মরিসন

সুযোগ পেয়েও ব্যর্থ আশরাফুল

নিজেকে নিয়ে ‘গবেষণা’ করেন না মুশফিক

“দলের মালিকেরও খারাপ লাগবে”