Scores

মুশফিক-তামিমদের সাথে সাক্ষাতে গ্যারি কারস্টেন

বাংলাদেশি ক্রিকেটারদের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ও কোচিং জগতের উজ্জ্বল এক নাম গ্যারি কারস্টেন। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর আমন্ত্রণেই এই সাক্ষাৎকারে উপস্থিত হন কারস্টেন।

মুশফিক-তামিমদের সাথে সাক্ষাতে কারস্টেন

করোনাভাইরাসের আক্রমণে স্থবির হয়ে পড়েছিল ক্রিকেট বিশ্ব। প্রায় চারমাস বন্ধ থাকার পরে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে বাংলাদেশে এখনো ক্রিকেট ফেরেনি। অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। শীঘ্রই ২২ গজে ম্যাচ গড়ানোর চিন্তাভাবনাও করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Also Read - 'শোয়েব আখতার আপনি মানুষ হিসেবে ছোট মনের'


ম্যাচ নেই বলে তো বসে থাকলে চলবে না। তাই ক্রিকেটাররা নিয়মিত অনলাইনে ভার্চুয়াল বৈঠকে অংশ নিচ্ছেন। কোচিং স্টাফের ব্যক্তিরাও যুক্ত হচ্ছেন এই বৈঠকে। সবাই মিলে ক্রিকেট নিয়ে আলোচনা করে এই কঠিন সময়েও যুক্ত থাকছেন ক্রিকেটের সাথেই। বাংলাদেশের এই নিয়মিত বৈঠকে চমক আনেন ডমিঙ্গো। তার সাবেক সহকর্মী কারস্টেনকে বাংলাদেশি ক্রিকেটারদের সাথে সাক্ষাতের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বাংলাদেশি প্রধান কোচের ডাকে সাড়া দিয়ে মুশফিক-তামিমদের সাথে যোগ দেন কারস্টেন। বুধবার (৫ আগস্ট) কোচিং ও স্টাফ ক্রিকেটারদের সাথে যোগ দেন তিনি। দীর্ঘসময় ক্রিকেটারদের সাথে আলোচনা করেছেন তিনি। এটি ছিল মূলত কৌশলগত অভিজ্ঞতা বিনিময়ের একটি সেশন। এই আলাপ-আলোচনা শিষ্যদের উন্নতিতে কাজে লাগবে ভেবেই ডমিঙ্গো উদ্যোগ গ্রহণ করেছিলেন।

প্রসঙ্গত, ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী কোচ ছিলেন কারস্টেন। ২০০৭ বিশ্বকাপে ব্যর্থতার পরে ভারতীয় দলকে ঘুরে দাঁড়ানোর সহায়তা করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল। বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরাসিংহের বিদায়ের পরে তাকে কোচ হিসাবে আনার গুঞ্জনও রটেছিল। তা সম্ভব না হলেও চমক হিসাবে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গ দিলেন কারস্টেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

নিউজিল্যান্ডে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

জোন্সকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন ব্রেট লি

বাংলাদেশ গাইডলাইন না মানলে স্থগিত হবে সিরিজ : এসএলসি

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে রশিদ খানদের স্বপ্নভঙ্গ

‘বাংলাদেশিরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় নিরাপদে থাকবে’