মুশফিক-নাঈমের রেকর্ড জুটি
ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৬-১৭ মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জোড়া সেঞ্চুরি পায় লিজেন্ড অব রূপগঞ্জ। দলীয় ১৩ রানের মাথায় শাহদাতের জোড়া আঘাতে শুরুতেই হোঁচট খায় লিজেন্ড অব রূপগঞ্জ। তবে অধিনায়ক মুশফিক ও নাঈম ইসলামের দৃঢ় ব্যাটিংয়ে বড় পুঁজি পায় লিজেন্ড অব রূপগঞ্জ।
এর আগে নিজেদের প্রথম ম্যাচেও ব্যাট হাতে বেশ কার্যকরী ছিলেন মুশফিক। দলের প্রয়োজন ধরেছেন ম্যাচের হাল। খেলছিলেন অপরাজিত ৭৫ রানের ম্যাচ জয়ী ইনিংস। সে ধারা বজায় রেখেছেন দ্বিতীয় ম্যাচও। তবে এইদিনে মুশফিকের সঙ্গি ছিলেন নাঈম। মুশফিকের পাশপাশি ব্যাট হাসে নাঈম ইসলামেরও।
Also Read - দেশের জন্য আরো অবদান রাখতে চান মুশফিক-মাশরাফিমুশফিক তুলে নেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৮ম শতক। খেলেন ১৩৪ বলে ১৩৪ রানের ইনিংস অন্যদিকে নাঈম খেলেন ১০৩ রানের ইনিংস। দুজন মিলে গড়েছেন ২২৫ রানের জুটি। যা কিনা ঢাকা প্রিমিয়ার লিগে লিস্ট ‘এ’ ক্রিকেট স্বীকৃতি পাওয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড জুটি। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে প্রাইম দোলেশ্বরের হয়ে মুমিনুল হক এবং রোশেন সিলভার ২৭৬ রানের গড়া জুটি।
২০১৩ সালে বগুড়ায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪র্থ উইকেটে এই রেকর্ড গড়েন মুমিনুল-সিলভা। তৃতীয় স্থানে রয়েছে মেহেদী মারুফ ও রনি তালুকদারের গড়া রেকর্ড। ২০১৪ সালে কলাবাগানের বিপক্ষে ওপেনিং জুটিতে ২১৪ রান যোগ করেন দুজন মিলে। চতুর্থ স্থানে রয়েছে মার্শাল আইয়ুব এবং মাহমুদউল্লাহ রিয়াদের গড়া রেকর্ড। ডিপিএলের গত মৌসুমে সিসিএসের বিপক্ষে ২০৩ রানের জুটি গড়েন দুজন মিলে।