Scores

“মুশফিক ভাই না থাকাটা দলের উপর প্রভাব ফেলবে”

অনেকদিন থেকেই বাংলাদেশের জাতীয় দলের মিডল অর্ডার সামলে আসছেন সাকিব-মুশফিক। দলের বড় সংগ্রহে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের জ্বলে উঠা সবসময় বড় ফ্যাক্টর ছিলো। তবে চলতি নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন মুশফিক। এদিকে আজ (সোমবার) সংবাদ সম্মেলনে সাকিব জানান, মুশফিকের না থাকাটা দলের উপর প্রভাব ফেলবে।


ইনজুরিতে থাকা মুশফিককে টাইগাররা একদিনের সিরিজের পর পাচ্ছে না পুরো টি-টোয়েন্টি সিরিজ জুড়েই। টেস্টের জন্য নিজেকে তৈরী করছেন মুশিফিক। এদিকে সাকিব মনে করেন মুশফিকের দলে আলাদা জায়গা আছে, তার না থাকাটা প্রভাব ফেলতে পারে। মুশফিক প্রসঙ্গে সাকিব বলেন, “মুশফিক ভাই ৮-১০ বছর ধরে দলে আছেন। দলে তার নিজস্ব অবস্থান আছে। এটা স্বাভাবিক যে তার না থাকাটা দলের ‍উপর প্রভাব ফেলবে ।মুশফিক ভাই নেই একথা মাথায় রেখে জিততে হলে আমাদের সবাই মিলে ভালো খেলতে হবে। বাংলাদেশ যে খেলাগুলোতে জিতেছে সেগুলোয় ৫-৬ জন ভালো পারফর্ম করেছেন। ভালো বল করেছেন ২-৩ জন। আবার ২-৩ জন ব্যাটসম্যান লম্বা ইনিংস খেলেছেন। জিততে হলে এভাবে সবাই মিলে পারফর্ম  করতে হবে। এর কোনও বিকল্প নেই।”

উল্লেখ্য, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় দুপুর ১২ টায় কিইউদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

[আরো পড়ুনঃ কোচের মন্তব্যের দ্বিমত পোষণ করলেন সাকিব!]

Also Read - কোচের মন্তব্যের দ্বিমত পোষণ করলেন সাকিব!


Related Articles

এলপিএলের নিলামে সাকিবসহ ‘৫’ বাংলাদেশি

ইয়ামিনকে উপহার দিয়ে মুশফিক বললেন, ‘আমার চাইতেও বড় হও’

যে কারণে আইপিএল দল পান না তামিম-মুশফিকরা

ক’রোনা পরীক্ষা করিয়ে দোয়া চাইলেন রিয়াদ-মুশফিক

বন্যার্তদের পাশে দাঁড়িয়ে মুশফিকের ফাউন্ডেশনের যাত্রা শুরু