Scores

মুশফিক-রুশোদের নিয়ে ভারসাম্যপূর্ণ খুলনা টাইগার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল) ষষ্ঠ আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দক্ষিণের বিভাগ খুলনা টাইটান্স। সপ্তম আসরে বঙ্গবন্ধু বিপিএলে নাম বদলে খুলনা টাইগার্স নতুন মোড়কে কাগজে-কলমে বেশ শক্তিশালী দল গড়েছে।

মুশফিক-রুশোদের নিয়ে ভারসাম্যপূর্ণ খুলনা টাইগার্স
মুশফিকুর রহিম ও রবি ফ্রাইলিঙ্ক।

 

ড্রাফটের প্রথম রাউন্ডেই খুলনা দলে টানে মুশফিকুর রহিমকে। এ প্লাস ক্যাটাগরির এই ব্যাটসম্যানের মূল্য ৫০ লাখ টাকা। মুশফিক গত আসরে খেলেছিলেন বিপিএলের সাবেক দল চট্টগ্রাম ভাইকিংসের হয়ে। গত আসরে একই দলে খেলা রবি ফ্রাইলিঙ্ককেও দলে নিয়েছে খুলনা। গতবারের চট্টগ্রাম ভাইকিংসের হয়ে চমক দেখিয়েছিলেন অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক।

Also Read - নিয়ম ভেঙে মাশরাফিকে দলে নিল ঢাকা প্লাটুন!


বিপিএলের গত আসরে আলোচিত ছিলেন ব্যাটসম্যান রাইলি রুশো। পুরোনো দল রংপুর রাইডার্সের হয়ে খেলা এই ব্যাটসম্যান ছুটিয়েছিলেন রানের ফুলঝুরি। গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই প্রোটিয়া ক্রিকেটার।

খুলনার দলটিতে তরুণ ক্রিকেটারদের আধিক্য দেখা যাচ্ছে। ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, লেগ স্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লবের মতো তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রেখেছে তারা। আছেন স্পিনার আলিস আল ইসলাম ও পেসার শহিদুল ইসলাম।

এছাড়া পেসার শফিউল ইসলাম, শামসুর রহমানদের মতো অভিজ্ঞদেরও দলে টেনেছে খুলনা।

দেশি: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, সাইফ হাসান, শামসুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আলিস আল ইসলাম, তানভীর ইসলাম।

বিদেশি: রাইলি রুশো ( দক্ষিণ আফ্রিকা), রবি ফ্রাইলিঙ্ক ( দক্ষিণ আফ্রিকা), রহমতউল্লাহ গুরবাজ ( আফগানিস্তান), মোহাম্মদ আমির ( পাকিস্তান), নাজিবুল্লাহ জাদরান ( আফগানিস্তান)।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি : শান্ত

সর্বোচ্চ উইকেট শিকারে খুলনা টাইগার্সের দাপট

মুশফিক হাসলেন, মুশফিক চটলেন!

মুশফিকের কাছে আইপিএলের পর বিপিএলই সেরা লিগ

সমর্থকদের প্রতি মুশফিকের দুঃখপ্রকাশ