Scores

মুস্তাফিজকে কারণ দর্শানোর নোটিশ

কয়েকদিন আগে আইপিএল শেষ করে দেশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দেশে ফিরে দলের সঙ্গে আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিতে দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। আফগানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ দলের সঙ্গে ভারতে যাওয়ার কথা থাকলেও, যাওয়া হয়নি তার। ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন এই সিরিজ থেকে।

আইপিএল থেকে চোট নিয়ে ফিরেছেন মুস্তাফিজ
আইপিএলের এগারতম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

তবে হুট করে মুস্তাফিজের ইনজুরি খানিকটা অবাক করেছে ক্রিকেট সমর্থক সহ বিসিবির কর্মকর্তাদের। দলের সঙ্গে উড়াল দিতে পারবেন না মুস্তাফিজ বিষয়টি বিসিবিকে জানায় গতকাল। কারণ জিজ্ঞাসা করা হলে কাটার মাস্টার বলেন, পায়ে প্রচণ্ড ব্যাথা অনুভব করছেন তিনি। যার কারণে আফগানিস্তান সিরিজের জন্য দলের সঙ্গে যেতে পারবেন না তিনি।

বিষয়টি বিসিবিকে জানালে তাৎক্ষনিক এক্স-রে করানোর জন্য নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজকে। এক্স-রে’তে পায়ের ব্যাথার সমস্যা ধরা পড়ে। ইনজুরির বিষয়টি মুস্তাফিজ বিসিবির কাছ থেকে লুকানোর কারণে বেশ চটেছেন তার উপর। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খানও বেশ ক্ষিপ্ত মুস্তাফিজের উপর। ইনজুরির বিষয়টি কেন এতদিন লুকিয়ে রেখেছিলেন তা নিয়ে মুস্তাফিজের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন আকরাম খান।

Also Read - জাতীয় নির্বাচনে দাঁড়াবেন মাশরাফি!


‘আমি নিজে আজই মুস্তাফিজের সাথে বসবো। বসে তার সাথে কথা বলবো। কেন কি কারণে সে শেষ মুহূর্তে ব্যথার কথা জানালো? আগে টিম ম্যানেজমেন্টকে কেন কিছু জানায়নি? তার কাছে সুস্পষ্ট ব্যাখা চাইবো। দেখি সে কী বলে?’

আইপিএল থেকে দেশে ফিরে এসে ক্রিকেটারদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচেও খেলেছিলেন মুস্তাফিজ। তখনও কোন সমস্যার কথা জানায়নি ম্যানেজার, কোচ কিংবা নির্বাচকের কাছে। হুট করে সিরিজের আগে এমন ঘটনায় মুস্তাফিজের উপর হতাশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও। মুস্তাফিজের এমন আচরণ দায়িত্ব ও কর্তব্যের অবহেলা বলে জানান তিনি।

অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজকে তিনি বলেন, ‘ও (মুস্তাফিজ) জাতীয় দলের একজন অপরিহার্য ক্রিকেটার। ওর উপর দল অনেকটাই নির্ভরশীল। তার এমন আচরণ সত্যি হতাশাজনক। তার উচিত ছিল ব্যথার সম্পর্কে আগেই জানানো। আমার জানামতে সবই ঠিক ছিল। দলের সঙ্গে অনুশীলনও করেছে। ভারত যাওয়ার আগের দিন জানায়, তার পায়ে ব্যথা, দলের সঙ্গে যেতে পারবে না। জাতীয় দলের ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ মানা যায় না। এটা রীতিমত দায়িত্ব ও কর্তব্যে অবহেলা।’

ইনজুরি নিয়ে বিসিবির কাছ থেকে বিষয়টি লুকানোতে তার উপর অনেক কর্মকর্তাই ক্ষিপ্ত। জানা যায় বোর্ডের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন মুস্তাফিজ। যেটি কিনা কারণ দর্শানো নোটিশে পড়ে।

আরও পড়ুনঃ মুস্তাফিজের উপর ক্ষিপ্ত বোর্ড

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আক্রান্ত হলে দায় নিতে হবে ক্রিকেটারদের

বোনের জানাজায়ও যেতে পারলেন না আকরাম

আকরামের কাছে সুজনের নামে নালিশ দেন ওয়াসিম

ক্রিকেটারদের ‘লাইভ’ নিয়ে বিসিবির বার্তা

ট্রেনিং শুরু হলেও বিদেশি কোচদের পাবে না বিসিবি!