Scores

মুস্তাফিজুর রহমানের প্রতিভা ও সামর্থ্যে মুগ্ধ টম মুডি

মুস্তাফিজের ক্রিকেটের দুনিয়ায় আগমনটা স্বপ্নের মতো হয়েছে। এলেন, দেখলেন এবং জয় করলেন। জীবনের প্রথম ম্যাচেই বিশ্বের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ভারতের বিপক্ষে ৫ উইকেট দিয়ে শুরু। এরপর সেই সিরিজে ৩ ম্যাচেই ১১ উইকেট। সেই যে সাফল্যগাঁথা শুরু, এখনো তা চলছেই। সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে ৩ ম্যাচেই পেয়েছেন ৯ উইকেট।

mustafiztom

কিছুদিন আগেই ভারতে বিশ্বকাপ খেলে দেশে ফিরেছেন। কিছুদিনের ছুটি কাটিয়ে এবার ডাক পড়েছে আইপিএলে। ইতিমধ্যে যোগ দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের দলের সাথে। অন্যদিকে বিশ্বকাপ চলার সময়ই দলের নতুন সদস্য মুস্তাফিজের সাথে দেখা করেছেন সানরাইজার্স কোচ।

Also Read - ৯ম আসরের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোয়াড


আইপিএলের ওয়েবসাইটকে মুডি জানালেন মুস্তাফিজকে নিয়ে তার ভাবনা। “বিশ্বকাপের সময় মুস্তাফিজের সঙ্গে দেখা হয়েছে আমার। দারুণ প্রতিভাবান এক তরুণ সে। সুযোগটি নিতে সে মুখিয়ে থাকবে, চাইবে শিখতে।”

এছাড়া মুস্তাফিজকে বড় ম্যাচের খেলোয়াড় মনে করেন এই অভিজ্ঞ ক্রিকেটার ও কোচ। তিনি বলেন, “ক্রিকেটের বিশাল জগতকে খুব সহজেই আপন করে নিয়েছে সে। বিশ্বকাপের মঞ্চে ও এশিয়া কাপে আমরা সেটি এর মধ্যেই দেখেছি। বড় ম্যাচের পরিস্থিতিতেও সে যথেষ্টই বেশি স্বস্তি ও খুশিতে থাকে। আমাদের পুরো বিশ্বাস আছে যে সে মানিয়ে নেবে, দ্রুতই মানিয়ে নেবে।”

উল্লেখ্য, এবারের আইপিএলের নিলামে ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।

Related Articles

ম্যাচ না জেতায় পুরো দলই বরখাস্ত!

এশিয়ার প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ ইডেনে

দু’দিনের ভেতরেই নিশ্চিত হচ্ছেন আকিব জাভেদ

ওয়ার্নার জাদুতে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ

উইজকে দিয়ে মুস্তাফিজের অভাব পূরণ