মুস্তাফিজের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স চান মিরাজ
সিরিজ জয়ের আনন্দে ভাসছিল ক্রিকেট অঙ্গন। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে অনেকদিন পর হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এরই মাঝে ক্রিকেটপাড়ায় নতুন আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। দুইজনই আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ দশে অবস্থান করছেন।
মিরাজের অবস্থান নতুন র্যাংকিংয়ের চতুর্থ স্থানে। মুস্তাফিজ আছেন অষ্টম স্থানে। ছোটবেলার বন্ধু এখন জাতীয় দলের সতীর্থ। একসাথে এমন আনন্দের উপলক্ষ্য পেয়ে উল্লসিত হওয়াটাই স্বাভাবিক। মিরাজের চোখেমুখে ঠিকরে বের হল মুস্তাফিজকে নিয়ে তার উচ্ছ্বাস।
Also Read - ফাওয়াদের সেঞ্চুরিতে লিড পেল পাকিস্তানমিরাজ বলেন, ‘মুস্তাফিজ শীর্ষ দশে আছে এটা আমাদের সবার জন্যই স্বস্তির। মুস্তাফিজ বিশ্বমানের বোলার। ওয়ানডে ক্রিকেটে সে কী করেছে আমরা জানি। আমাদেরকে অনেক জয় এনে দিয়েছে। ওর এরকম অর্জন প্রাপ্য ছিল।’
মুস্তাফিজের আবির্ভাব ছিল চমকের মত। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরাও তার সামনে ভড়কে যেতেন। মাঝখানে কমে গিয়েছিল বোলিংয়ের ধার। তবে দেশের অন্যতম সেরা পেসার আবারো ছন্দ খুঁজে পেয়েছেন, যা স্পষ্টত দৃশ্যমান হয়েছে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ।
মিরাজ অবশ্য মুস্তাফিজের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘আমরা চাই মুস্তাফিজ আরও ভালো করুক, বাংলাদেশকে আরও জয় এনে দিক। মুস্তাফিজ তো আমার অনেক ক্লোজ ফ্রেন্ড (হাসি)। আমরা ছোটবেলা থেকেই একসাথে অনেক ক্রিকেট খেলেছি বয়সভিত্তিক দলে। ওর সাথে অনেক দুষ্টুমিও করি। খুব ভালো লাগছে সে-ও শীর্ষ দশে আছে।’
‘অনেক দিন ছন্দে ছিল না। কিন্তু আমার মনে হয় এই সিরিজে অনেক ভালো বোলিং করেছে। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেক খেলোয়াড় অর পারফরম্যান্সে অনেক খুশি।’– বলেন মিরাজ।