Scores

মুস্তাফিজের মুম্বাই দলে সতীর্থ যারা

আইপিএল ২০১৭ এর বিজয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স এবার তাদের তিনজন খেলোয়াড়কে রেখে দেয় নিলামের বাইরে। রোহিত শর্মা , হার্দিক পান্ডিয়া ও জাস্প্রিত বুমরাহকে নিলামে উঠতে দেয় নি দলটি।

২০০৮ সাল থেকে দলে থাকা হারভাজন সিং , লাসিথ মালিঙ্গা ও কাইরন পোলার্ডকে ছেড়ে দেয় দলটি। ঘরোয়া ক্রিকেটে নিজের জাত চেনানো হার্দিক পান্ডিয়ার ভাই ক্রুনাল পান্ডিয়াকে দলে ভিড়িয়েছে তারা। তাকে ভেড়াতে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেছে মুম্বাই।

Also Read - পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জিতল ইংল্যান্ড


বিদেশিদের মধ্যে বাংলাদেশ এর কাটার মাস্টার মুস্তাফিজকে ২.২ কোটির বিনিময়ে দলে টানে এই ফ্র্যাঞ্চাইজি। এছাড়া রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ক্যারাবিয়ান কাইরন পোলার্ডকে দলে নিয়েছে মুম্বাই। এছাড়া বিপিএল কাঁপানো এভিন লুইস আর সাউথ আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমিনিকেও নিজেদের স্কোয়াডে নিয়েছে দলটি। আছে পেসার বেন কাটিং, প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা।

অনেক বাংলাদেশি ভক্তদের সমর্থন এবার নিঃসন্দেহে পাবে মুম্বাই ইন্ডিয়ান্স। মুস্তাফিজের বিধ্বংসী কাটারের সাথে সাথে তার সমর্থকদের সাপোর্ট পাবে মুম্বাই।

এক নজরে মুম্বাই ইন্ডিয়ান্স এর পুরো স্কোয়াডঃ

দেশিঃ

রোহিত শর্মা ( ১৫ কোটি, রিটেইন্ড ) , হার্দিক পান্ডিয়া ( ১১ কোটি , রিটেইন্ড ), জাস্প্রিত বুমরাহ ( ৭ কোটি, রিটেইন্ড ) , সুরিয়া কুমার যাদব ( ৩.২ কোটি ), ক্রুনাল পান্ডিয়া ( ৮.৮ কোটি) , রাহুল চাহার ( ১.৯ কোটি ) , সৌরভ তিওয়ারি (৮০ লাখ) , তাজিনদর ধিলন ( ৫৫ লাখ ) ,  শারাদ লুমবা ( ২০ লাখ ) , সিদ্দেশ ল্যাড ( ২০ লাখ ) , আদিত্য তারে , মইনাক মার্কান্দে ( ২০ লাখ ) , অনুকুল রয় ( ২০ লাখ ) , মহসিন খান ( ২০ লাখ ) , নিধেশ মোহাম্মদ দিনেশান ( ২০ লাখ )  , প্রদীপ সাংওয়ান ( ১.৫ কোটি ) , ইশান কিশান ( ৬.২ কোটি )

বিদেশিঃ

কায়রন পোলার্ড ( ৫.৪ কোটি ) , মুস্তাফিজুর রহমান ( ২.২ কোটি ) , প্যাট কামিন্স ( ৫.৪ কোটি ) , এভিন লুইস ( ৩.৮ কোটি ) , জেসন বেরেন্ডোর্ফ (১.৫ কোটি ), জেপি ডুমিনি ( ১ কোটি ), বেন কাটিং  ( ২.২ কোটি ) , আকিলা ধনঞ্জয়া ( ৫০ লাখ )

আরো পড়ুনঃ

শেষ টি২০-তে কিউইদের হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএলে জুয়ার সঙ্গে জড়িত আরবাজ খান!

প্রেসিডেন্টের পরেই স্থান রশিদের!

‘টি-টোয়েন্টি হটাও, টেস্টে মনোযোগ দাও’

পারফরম্যান্স বিবেচনায় সাকিবের মূল্য প্রায় ৯ কোটি!

“আরেক ওভার করলে তো ম্যাচ ওখানেই শেষ!”