মুস্তাফিজের দাম দেখে বিস্মিত গম্ভীর
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে মুস্তাফিজুর রহমান খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা মুস্তাফিজ এবার দল পেয়েছেন ভিত্তিমূল্যে। এতে অবাক ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।
চতুর্দশ আসরের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। নিলামে তাকে দলে নেওয়ার প্রথম সুযোগেই ভিত্তিমূল্যে কিনে নেয় রাজস্থান। মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদে দলভুক্ত হয়েছিলেন ১ কোটি ৪০ লাখ রুপিতে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনেছিল ২ কোটি ২ লাখ রুপিতে। এবার তাই সবচেয়ে কম পারিশ্রমিকে খেলবেন বাংলাদেশি পেসার।
Also Read - যে পরিকল্পনায় সাকিবকে দলে নিয়েছে কলকাতাব্যাপারটি মেনে নিতে একটু কষ্টই হচ্ছে যেন গম্ভীরের। তার মত বোলারের আকাশচুম্বী দাম প্রত্যাশা করেছিলেন, তা গম্ভীরের কথাতেই স্পষ্ট।
গম্ভীর বলেন-
“মুস্তাফিজ ‘স্টিল (চুরি) অব দ্যা অকশন’। রাজস্থান কৌশলে তাকে ভিত্তিমূল্যে দলে বাগিয়ে নিল। পুরনো বলে কাটার ভালো, নতুন বলে সুইংও করাতে পারে। ডেথ ওভারেও ভালো করে। এখনো মনে আছে সানরাইজার্স হায়দরাবাদকে ও কীভাবে প্রায় একাই শিরোপা জিতিয়েছিল। হ্যাঁ, সেই দলে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনসহ অনেকেই ছিল তবে বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজই সাফল্য এনে দিয়েছিল।”
মুস্তাফিজ প্রথমবারের মতো আইপিএল খেলেছিলেন ২০১৬ সালে। সেই আসরেই বাজিমাত করেছিলেন এই বাঁহাতি পেসার। দুর্দান্ত বোলিং করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে। আসরের সেরা উদীয়মান ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন মুস্তাফিজ। হায়দরাবাদের পক্ষে চ্যাম্পিয়নের ট্রফি জয়ের সুখস্মৃতিও আছে তার।
হায়দরাবাদের পরে মুস্তাফিজকে দলে টেনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দল মুম্বাই আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল। এই দলের পক্ষে খেলার সময় অবশ্য হায়দরাবাদের মতো নিয়মিত খেলতে পারেননি মুস্তাফিজ, খুব একটা ভালোও করতে পারেননি।