Scores

মুস্তাফিজের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন মুরালি

আইপিএলের এইবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন বাংলাদেশ বাংলাদেশী কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আসরের সব কয়টি ম্যাচেই অংশগ্রহণ করেছেন মুস্তাফিজ, সকল ম্যাচেই সব বাঘা বাঘা ব্যাটসম্যানদের নাকে চুবানি খাইয়েছেন মুস্তাফিজ। কখনো কাটার, কখনো স্লোয়ার দিয়ে ভিরাট কোহলি, এবডি ভিলিয়ার্সদের মতন ব্যাটসম্যানদেরও রীতিমত হিমশিম খেতে হয়েছে মুস্তাফিজের বল মোকাবিলা করতে।

47675

এই ধরণের বিস্ময়কর বোলার পেয়ে স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বাসিত দলটি। তবে দলে রয়েছেন আরেক রয়েছেন বিস্ময়কর বোলার মুত্তিয়া মুরালিধরন কিন্তু ক্রিকেটার হিসেবে নয় দলের সঙ্গে রয়েছেন দলটির কোচ হিসেবে। বর্তমানে মুস্তাফিজের মতন এক সময় বাঘা বাঘা ব্যাটসম্যানরাও  ঘোল খেয়ে যেত মুত্তিয়া মুরালিধরনের স্পিন ঘূর্ণিতে। তাইতো নিজের মতন ভবিষ্যতের কাণ্ডারিকে দলে পেয়ে বেশ রোমাঞ্চকর নিজেও।

Also Read - টেস্টে ১০ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের


ভারতীয় এক শীর্ষস্থানীয় মাধ্যমকে মুস্তাফিজ সম্পর্কে বলেন “হায়দ্রাবাদে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেওয়ার মধ্যে অন্যতম একজন মুস্তাফিজ। ও শুধু বাংলাদেশ নয়, এই মৌসুমে হায়দরাবাদের জন্যও সে বড় পাওয়া। ওকে ঠিকমতো পরিচর্যা করা হলে সামনে দীর্ঘ ক্যারিয়ার অপেক্ষা করছে।”

এ মৌসুমে অন্যান্য দলের বোলিং লাইন আপের চেয়ে মুস্তাফিজ, ট্রেন্ট বোল্ট, ভুবনেশ্বর কুমারদের নিয়ে গড়া দলটি একটু বেশিই ভয়ঙ্কর। দলের ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের সফলটাই বেশি, সেই প্রসঙ্গে মুরালি জানান, “আমাদের দলের বোলিং লাইন আপটা বেশ দুর্দান্ত, ওরা ম্যাচের পরিস্থিতি বুঝেই বল করছে এবং সেটাই দলের সফলতার অন্যতম কারণ।

মুশফিকুর রিফাত,প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম

Related Articles

বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে দশম আইপিএলের পর্দা উঠছে আজ

মুস্তাফিজের বিকল্প ঠিক করে রেখেছে সানরাইজার্স

“মুস্তাফিজ চাইলে যেতে পারে”

আইপিএলের উদ্ধোধনী অনুষ্ঠানে যুক্ত হচ্ছে নতুন নিয়ম

মুস্তাফিজের মধ্যে ওয়াসিমের ছায়া দেখছেন স্টেইন