Scores

মুস্তাফিজের মধ্যে ওয়াসিমের ছায়া দেখছেন স্টেইন

মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ক্রিকেটবিশ্বে। এবার সে খাতায় নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন।

47691

 

Also Read - ২০১৭ সালে বাংলাদেশে আসতে চায় অস্ট্রেলিয়া

 

স্টেইন বলেন “ওয়াসিম আকরামের মতন মুস্তাফিজুর রহমানেরেও অসাধারণ ট্যালেন্ট। আমি বলছি না ওয়াসিম আকরামের মতন অতটা সুইংয়ে দক্ষ কিন্তু তাঁর বোলিং দেখাটা সত্যি অনেক বড় ব্যাপার”।

সাম্প্রতিক সময়ে আইপিএলে মুস্তাফিজকে “ফিজ” নামে আখ্যাহিত করেছেন দলের মেন্টর, কোচ, অধিনায়ক সহ অনেকেই। তাঁর অসাধারণ বোলিংয়ে রীতিমত মুগ্ধ সবাই, প্রত্যেকটি ম্যাচেই সুইং-কাটার দিয়ে আলো ছড়াচ্ছেন, বিশেষ করে আন্দ্রে রাসেলের স্ট্যাম্প ভেঙ্গে দেওয়ার আউটটি ছিল চোখে দেওয়ার মতন। এবং গত শনিবার রেকর্ড গড়েছেন আইপিএলে, চার ওভারে ডটের সংখ্যা ছিল ১৬টি পাশাপাশি ৯ রান দিয়ে নিয়েছেন ২ টি মূল্যবান উইকেটটিও।

মুস্তাফিজ সম্পর্কে স্টেইন আরো বলেন, “আমারা ডানহাতি বোলাররা ব্যাটসম্যানকে বোকা বানানোর জন্য অফ কাটার-সুইং করতাম কিন্তু মুস্তাফিজ বাঁহাতি বল করেই ব্যাটসম্যানদের রীতিমত নাস্তাবুধ করছেন সঙ্গে তাঁর কাটার ও সুইংগুলোও অসাধারণ যা কিনা আগে কেউ দেখেনি।

-মুশফিকুর রিফাত,প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম

Related Articles

বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে দশম আইপিএলের পর্দা উঠছে আজ

মুস্তাফিজের বিকল্প ঠিক করে রেখেছে সানরাইজার্স

“মুস্তাফিজ চাইলে যেতে পারে”

আইপিএলের উদ্ধোধনী অনুষ্ঠানে যুক্ত হচ্ছে নতুন নিয়ম

মুস্তাফিজের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন মুরালি