Scores

মুস্তাফিজে সতর্ক কোহলিরা

null

গতবছর যখন ভারত বাংলাদেশে এসেছিল তখন মুস্তাফিজুর রহমান নামক এক বিস্ময় বালক একাই ভারতের ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে দেন। মুস্তাফিজুরের কাটারে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ এ জিতে যায় বাংলাদেশ। ৩ ম্যাচে ১৩ উইকেট তুলে ভারতের বিপক্ষে সিরিজসেরাও হন মুস্তাফিজ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ টি২০ এর উদ্বোধনি ম্যাচে আবারও সেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গতবছর সিরিজের নায়ক মুস্তাফিজুর রহমানও আছেন দলে। ভারতের সহ-অধিনায়ক বিরাট কোহলি জানান তার দল মুস্তাফিজে বেশ সতর্ক রয়েছে।

Also Read - ভারত বেশি চাপে থাকবে বলে মনে করেন নাসির


“বাংলাদেশের কন্ডিশনে যেকোন ব্যাটিং লাইন-আপের জন্য কাজটা কঠিন হয়ে যায় যখন দেখবেন আপনার প্রতিপক্ষ দলের একজন বোলার একাই চার বা পাঁচ উইকেট তুলে নিচ্ছে। আবার যখন একজন ব্যাটসম্যান মুস্তাফিজুরের বোলিংয়ের মুখোমুখি হয়, তখন নিজের ব্যাটিং স্কিলেরও উন্নতি করা যায়।” বললেন কোহলি।

“আমি এক বছর ধরে এই ১৯-বছর বয়সী ফাস্ট বোলারকে অনুসরন করে আসছি, সে খুব অসাধারন। সে ঘন্টায় প্রতি ১৪০ কিলোমিটার গতির বল করতে সক্ষম হওয়ার যোগ্যতা রাখে। পাশাপাশি বাংলাদেশী উইকেটে নতুন বলে তার স্লোয়ার খুব কার্যকর হবে।” জানান কোহলি।

null

-রাফিন, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম.

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

এশিয়া কাপের আগে বার্তা দিয়ে রাখলো আফগানিস্তান

কালবৈশাখী ঝড়ে সিলেট স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি

উইজকে দিয়ে মুস্তাফিজের অভাব পূরণ

যেমন গেলো এশিয়া কাপ

"মাশরাফি একজন অসাধারন নেতা" – এসিসি প্রধান