██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

মুস্তাফিজ-আফিফ-নাঈমকে নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন হার্শা

এশিয়া কাপের স্কোয়াডে অনেক তরুণ ক্রিকেটারকে দেখে অবাকই হয়েছেন ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বিশেষ করে তিন বছর আগে অনূর্ধ্ব-১৯ দলে খেলা ক্রিকেটারদের দেখে।

মুস্তাফিজ-আফিফ-নাঈমকে নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন হার্শা

প্রকাশিত হয়েছে - 2023-09-03T13:32:32+06:00

আপডেট হয়েছে - 2023-09-03T14:50:47+06:00

এশিয়া কাপের স্কোয়াডে অনেক তরুণ ক্রিকেটারকে দেখে অবাকই হয়েছেন ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বিশেষ করে তিন বছর আগে অনূর্ধ্ব-১৯ দলে খেলা ক্রিকেটারদের দেখে।

ভারতীয়-ধারাভাষ্যকার-হার্শা-ভোগলে

হার্শার মুখে প্রায়ই সময় বাংলাদেশ ক্রিকেট নিয়ে প্রশংসা শোনা যায়। তিনি যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাবেন সেটি আরও একবার প্রমাণ দিলেন। সম্প্রতি ক্রিকবাজে আফগানিস্তান ও বাংলাদেশ ম্যাচ নিয়ে আলোচনায় তরুণ ক্রিকেটারদের বিষয়টি উঠে আসে।

এবারের এশিয়া কাপের দলে রয়েছেন তাওহীদ হৃদয়, তানজিম সাকিব, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম- এরা সবাই তিন বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। হার্শার চাওয়া সাকিব, মুশফিকরা বাংলাদেশ ক্রিকেটকে যে পর্যায়ে পৌঁছে দিয়েছেন, তরুণরা যেন আরও উপরে নিয়ে যায়।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

“বাংলাদেশ দলে অনেক অনেক তরুণ ক্রিকেটার। দুই-তিন বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের খুব দ্রুতই জাতীয় দলে আনা হয়েছে। কারণ তাঁরাও ইনজুরির জন্য ভুগছে। লিটনকে না পাওয়াটা সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তাঁদের। কেনো জানি তামিম কোনো না কোনো কারণে দলে থাকতে পারছে না। কখনও ইনজুরি আবার কখনও অবসর! তবে এই মুহূর্তে সে ইনজুরিতে ভুগছে।”

তিনি আরও যোগ করেন, “তরুণ ক্রিকেটারদের নিয়ে যেমন প্রত্যাশা করা হয়েছিল তাঁরা সেটা মেটাতে পারছে না। সাকিব, মুশফিক, তামিম, মাশরাফি বাংলাদেশ ক্রিকেটকে যেখানে রেখে যাচ্ছেন আমি চাচ্ছি তরুণরা যেন আরও উপরে নিয়ে যায় সেখান থেকে।”

নাঈম, আফিফরা প্রতিভা নিয়ে দলে এলেও এখনও নিজেদের মেলে ধরতে পারেনি। বিশেষ করে নাঈম ওয়ানডেতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না। আফিফ তো জাতীয় দলে জায়গা হারিয়ে আবারও ফিরেছেন। হার্শা শুরুতে মুস্তাফিজ ও আফিফ ইস্যুতে আক্ষেপ করে বলেন,

প্রতিভা-নিয়ে-এসেও-নিজেকে-প্রমাণে-ব্যর্থ-নাঈম

“আপনি মুস্তাফিজের মতো প্লেয়ারের দিকে তাকান- কি প্রতিভা নিয়ে ক্যারিয়ার শুরু করেছিল। তবে সে এখন পুরনো ছন্দে নেই। হাসান মাহমুদও খুব ভালো শুরু করেছে। যদিও আমি জানি না তাঁর বর্তমান অবস্থা। আফিফকেও খুবই ভালো সম্ভাবনাময় ক্রিকেটার মনে হয়েছিল। কিন্তু কোনো কারণে সে পারছে না।”

নাঈমের অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে। সেখানে দারুণ এক ইনিংস খেলেছিলেন। সেটি নিজ চোখেই দেখেছেন হার্শা। তাঁর চোখে ব্যতিক্রম কেবলই মিরাজ। বোলার হিসেবে জাতীয় দলে আসা মিরাজ এখন ধাপে ধাপে অলরাউন্ডারে পরিণত হচ্ছেন।

“মোহাম্মদ নাঈমও ভালো শুরু করেছিল যখন সে ভারতে আসে। সেও ওইরকম প্লেয়ার হতে পারছে না যেরকমটা হওয়া উচিত। এখানে ব্যতিক্রম কেবলই মিরাজ। সে দলে বোলার হিসেবে এসেছিল, এখন সে অলরাউন্ডার হিসেবে খেলছে দলে। তবে বাকিরা সেরকম মানের প্লেয়ার হয়ে উঠতে পারছে না। আমার মনে হয় আফগানিস্তান তাদের ছাড়িয়ে গেছে। কারণ তাঁদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছেন।”

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.