SCORE

সর্বশেষ

‘মুস্তাফিজ পরের ম্যাচেই স্বরূপে ফিরবে’

বর্তমান চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগিয়েও আসরের প্রথম তিন ম্যাচেই হার। তবুও মুম্বাই ইন্ডিয়ান্সের পরাজয়ের ম্যাচ তিনটিতে সন্তোষজনক ছিল বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স। তবে উল্টো চিত্র দেখতে হল মঙ্গলবার। এদিন দলটি জয় পেলেও ম্লান ছিল মুস্তাফিজের পারফরমেন্স।

রোহিতের সাথে মুস্তাফিজের উইকেট উদযাপন।

৪ ওভার বল করে বিলি করেছেন ৫৫ রান, পাননি কোনো উইকেট। বোলারের নাম মুস্তাফিজ- এটি চিন্তা করলে বোলিং ফিগার রীতিমতো অস্বাভাবিক। এমন পারফরমেন্সের পর মুস্তাফিজ মুম্বাইয়ের আগামী ম্যাচে সুযোগ পাবেন কি না- এমন প্রশ্ন উঠছেই। তবে সতীর্থের দুঃসময়ে মুস্তাফিজের পাশেই রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

Also Read - কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ছয়জন, বাড়ছে না বেতন

রোহিত বলেন, ‘মুস্তাফিজ প্রথমবারের মত মুম্বাইয়ে খেলছে, আর তার ম্যাচের সংখ্যাও অনেক কম। আজ (মঙ্গলবার) মুস্তাফিজ ভালো করতে পারেনি। আপনি সবসময় ছন্দে থাকবেন না। একজন বোলার সব দিন ভালো বোলিং করবে না। তার একদিন খারাপ যেতেই পারে। তবে আমি আশা করি মুস্তাফিজ পরের ম্যাচেই স্বরূপে ফিরবে।’

এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার এই ম্যাচে চোখে আঘাত পাওয়া ঈশান কিষাণের ইনজুরি গুরুতর নয় বলে জানিয়েছেন রোহিত। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভারে হার্দিক পান্ডিয়া থ্রো এসে আঘাত করে কিষাণের চোখে। সাথে সাথে তাকে চিকিৎসা দেওয়া হয়। রোহিত বলেন, ‘আমি তাকে দেখে আসতে পারিনি। কারণ ম্যাচ শেষেই এখানে (সংবাদ সম্মেলনে) চলে আসতে হয়েছে। তবে আমি যতদূর জেনেছি- সে ভালো আছে, চোখের নিচে পাশে ফুলে আছে। তবে খুব বেশি নয়। আমার মনে হয় ২-১ দিনের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে।’

সেই সাথে কিষাণকে পরের ম্যাচের একাদশে পাওয়ার প্রত্যাশাও রোহিতের, ‘আমাদের পরবর্তী ম্যাচের জন্য এখনও প্রায় ৪-৫ দিন সময় আছে। খুব সম্ভবত রবিবার আমরা পরের ম্যাচটি খেলবো। মাঝের এই সময়টায় কিষাণ সুস্থ হয়ে যাবে আমার বিশ্বাস।’

আরও পড়ুনঃ আসছে বিপিএলে আমূল পরিবর্তন

Related Articles

ভারতছাড়া হচ্ছে আইপিএল!

বিগ ব্যাশকেও বিদায় বললেন জনসন

দুই বছর বিদেশি লিগে খেলবেন না মুস্তাফিজ

১০০ বলের ফরম্যাটের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড

আইপিএল খেলে যাবেন ডি ভিলিয়ার্স