
টুর্নামেন্টের শুরুতে খুব ভালো একটা ফর্মে না থাকলেও বিশ্বকাপের শেষ দুই ম্যাচে ১০টি উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ভারত ও পাকিস্তানের বিপক্ষে পাঁচটি করে উইকেট লাভ করেন তিনি। তার দারুণ কামব্যাক করাতে খুশি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা। তাকে বাংলাদেশ ক্রিকেটের বড় সম্পদ হিসেবে আখ্যা দিয়েছেন।
ওয়ানডেতে মুস্তাফিজ যতবারই তিন বা তার বেশি উইকেট নিয়েছেন সেগুলোতে একটিতেও হারেনি বাংলাদেশ…এমন প্রথাই চলে আসছিল গত কয়েকবছর। তবে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে সেই সমীকরণ যেন বদলে গেলো। একটি নয়, টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়েও হারতে হয়েছে দলকে! ভারতের বিপক্ষে এজবাস্টনে গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচ উইকেট লাভ করেছিলেন মুস্তাফিজ।
তারপর লর্ডসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট লাভ করেছেন মুস্তাফিজ। দুটোতেই হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ হারার চেয়ে বড় কথা ছন্দ ফিরে পেয়েছেন এ বাঁহাতি পেসার। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে মোটামুটি বল হাতে ছন্দে রয়েছেন তিনি। তার জন্য খুশি মাশরাফি মুর্তজা।
“ক্যারিয়ারের শুরু থেকে মুস্তাফিজকে খেলা কঠিন ছিল। গত দুই বছরের ইনজুরির সঙ্গে লড়াই করছে সে। কিন্তু গত আয়ারল্যান্ড সিরিজ থেকে সে ছন্দ খুঁজে পেয়েছে এবং সে বাংলাদেশের বড় সম্পদ।”
ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ছিল নিয়ম রক্ষার ম্যাচ। অধিনায়ক চেয়েছিল নিজের শেষ বিশ্বকাপ ম্যাচে জিতে ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে। কিন্তু উল্টো পাকিস্তানের কাছে ৯৪ হেরেছে বাংলাদেশ। সেই নিয়েও আক্ষেপ মাশরাফির।
“আমরা আরও ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারতাম। ম্যাচটি ফিফটি-ফিফটি ছিল। আমরা আমাদের শতভাগটাই দিয়েছি। মাঝেমধ্যে ক্রিকেটে ভাগ্যেরও প্রয়োজন পড়ে, পুরো টুর্নামেন্টে সেটি আমাদের সাথে ছিল না।”
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।