মুস্তাফিজ-শরিফুলদের সমন্বিত ‘সলিড পেস অ্যটাকে’ আশাবাদী তামিম
ক্যারিবীয়দের বিপক্ষে অন্তত তিন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ সেটি এক প্রকার নিশ্চিত। তবে মুস্তাফিজের সঙ্গী হিসেবে কারা থাকছেন সেটি এখনো চূড়ান্ত নয়। শরিফুল-হাসান-মুস্তাফিজদের সমন্বয়ে পেস অ্যাটাক আশা দেখাচ্ছে দলের অধিনায়ক তামিম ইকবালকে।

দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো তো বলেই দিয়েছেন ওয়ানডেতে তিন পেসার ছাড়া মাঠে নামবেন না তিনি। হাথুরুসিংহের অধীনে ওয়ানডেতে চার পেসার নিয়েও মাঠে নেমেছে বাংলাদেশ। একটা সময় স্পিনারদের উপর ভরসা করা দলে উঠে এসেছে শরিফুল, হাসান, মুস্তাফিজদের মতো পেসাররা।
এই তিন পেসার বাদেও স্কোয়াডে রয়েছেন রুবেল, তাসকিন এবং সাইফউদ্দিন। হাত ঘুরাতে পারেন সৌম্যও। রুবেল, মুস্তাফিজদের মধ্যে এমন প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম। মঙ্গলবার মিডিয়ার সঙ্গে আলাপকালে বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে আশার কথা শুনিয়েছেন তিনি।
Also Read - 'সুযোগের সদ্ব্যবহারে' বিশ্বকাপের বাছাইপর্ব এড়াতে চায় বাংলাদেশ“অবশ্যই আশাবাদী। আমার মনে হয় আমাদের খুব সলিড পেস বোলিং ইউনিট আছে এই মুহূর্তে। সবাই একাদশে খেলার যোগ্য। সবাই ভালো করছে, ভালো ছন্দে আছে। এমন বোলিং ইউনিট থাকা ভালো। পেস বোলারদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে একাদশে সুযোগ করে নেওয়ার জন্য। এটা দারুণ।”
বাংলাদেশের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাক অনেকটাই দুর্বল। অধিকাংশ ক্রিকেটারেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কম রয়েছে। আবার কেউ অভিষেকের অপেক্ষায় আছেন। এমন আনকোরা বোলিং বিভাগের কথা চিন্তা করছেন না তামিম। বরং নিজেদের নিয়েই বেশিই ভাবছেন বাংলাদেশ এই ওয়ানডে অধিনায়ক।
“ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলারদের বিষয়ে বললে তারা সবাই ভালো বোলার। তাদের নিয়ে ভাবার চেয়ে আমরা নিজেদের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। আমাদের প্রসেসটা ঠিক থাকতে হবে। আমরা কিভাবে শুরু করতে চাই। আপনি যখনি আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তখন সবাই ভালো দল। কারণ প্রতিপক্ষরা আসেই জেতার জন্য। যারাই মাঠে নামে নিজেদের সর্বোচটা দেয়ার চেষ্টা করে। আমি যেটা বলতে পছন্দ করি আমরা আমাদের দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।