মূল দলের ক্রিকেটারদেরই ছাড়াই পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড
আইপিএলের কারণে নেই ৯ ক্রিকেটার

প্রকাশিত হয়েছে - 2024-04-03T10:55:26+06:00
আপডেট হয়েছে - 2024-04-03T10:55:26+06:00
চলতি মাসে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড(এএনজেড)। আইপিএলের কারণে নেই মূল দলের নয় ক্রিকেটার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল
চমকে ভরা দলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। গত মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি ৩৩ বছর বয়সী এই তারকার।
বিশ্রামে আছেন টিম সাউদি। নিয়মিত ক্রিকেটারদের অনুপস্হিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা টম ল্যাথামও ছুটি নিয়েছেন। তিনি আছেন দ্বিতীয় সন্তান জন্মের অপেক্ষায়। আইপিএল না খেললেও কাউন্টি দলের চুক্তির কারণে নেই উইল ইয়াং।
চলতি বছরে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জিমি নিশাম। তিনি অবশ্য কেন্দ্রীয় চুক্তিতে নেই। প্রথমবার ডাক পেয়েছেন উইল ও’রুর্ক ও টিম রবিনসন। আছেন অভিজ্ঞ ইশ সোধি, টিম সাইফার্টরা।
এই সিরিজের অধিনায়ক ব্রেসওয়েলকে নিয়ে নির্বাচক স্যাম ওয়েলস বলেছেন, ‘ মাইকেল অনেক দিন মাঠের বাইরে ছিল, আবার তাকে ফিরতে দেখা রোমাঞ্চকর। সবাই তাঁর নেতৃত্বের প্রশংসা করে, ওয়েলিংটন, নিউজিল্যান্ড এ, নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার, যেটা পাকিস্তানে দলকে নেতৃত্ব দিতে কাজে আসবে।’
পাঁচ ম্যাচের সিরিজ শুরু হচ্ছে রাওয়ালপিন্ডিতে। প্রথম ম্যাচ ১৮ মার্চ।
পাকিস্তান সফরের নিউজিল্যান্ড স্কোয়াড:
মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককনকি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও’রুর্ক, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।