Scores

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা পারে, তবে বাংলাদেশ পারেনা!

আয়ের দিক দিয়ে বিশ্বের শীর্ষ ক্রিকেট বোর্ড গুলোর মাঝে একটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আয়ের দিকে বাংলাদেশের তুলনায় ঢের পিছিয়ে থাকা বোর্ড গুলোও যেন ক্রিকেট সম্প্রচারে বিসিবি থেকে এক ধাপ এগিয়ে রয়েছে।

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা পারে, তবে বাংলাদেশ পারেনা

দক্ষিণ আফ্রিকায় চলছে বাংলাদেশ নারী ডেভেলপমেন্টাল স্কোয়াড ও দক্ষিণ আফ্রিকা নারী ডেভেলপমেন্টাল স্কোয়াডের সিরিজ। বাংলাদেশ নারী দলের ঘরের মাঠে কোন আন্তর্জাতিক সিরিজও টিভিতে বা অন্য কোন মাধ্যমে সরাসরি দেখার সুযোগ হয়নি ভক্তদের।

Also Read - আগস্টের শেষদিকে বল হাতে নেবেন সাইফউদ্দিন


তবে আন্তর্জাতিক না হওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া এই সিরিজটি ভক্তরা সরাসরি সুযোগ পাচ্ছে দেখার। দক্ষিণ আফ্রিকা ডেভেলপমেন্টাল দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ডেভেলপমেন্টাল স্কোয়াড দারুন পারফরম্যান্স করে সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ইউটিউব চ্যানেলের কল্যানে সেটির সরাসরি সম্প্রচার দেখা যায়।

শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ক্রিকেট ভক্তরা যেই দলের হয়তো নামও শোনেনি সেই মেক্সিকোর বোর্ডও এই বছর তাদের ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ইউটিউবে সরাসরি সম্প্রচার করেছে।

আইসিসি তাদের ইউটিউব চ্যানেলে ফ্রান্স, ইতালি, জার্মানির মতো দল গুলোর খেলা সরাস‌রি সম্প্রচার করেছে। টাকার অভাবে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও ভারতীয় এ দলের সফর আনঅফিসিয়াল টেস্ট সহ সরাসরি সম্প্রচার করেছে।

অথচ বাংলাদেশের মাটিতে আফগানিস্তান এ দলের চলমান কোন খেলা কোনভাবেই দেখার সুযোগ হয়নি বাংলাদেশ ভক্তদের। শুধু এইবার নয় এর আগেও দেশের মাটিতে এ দলের কোন খেলা দেখার সুযোগ হয়নি ভক্তদের । নারী দলের হোম সিরিজও গত কয়েক বছরে টিভি বা কোন মাধ্যমে সরাসরি দেখার সুযোগ হয়নি। ওয়ানডেতে ঘরোয়ার অন্যতম আকর্ষণ ডিপিএলে প্রতিবছর সম্প্রচারের কথা শোনা গেলেও বাস্তবে তা হয়নি কখনো।

দর্শকদের মনে প্রশ্ন যদি দক্ষিণ আফ্রিকা বোর্ড জাতীয় দলের বাইরের নারীদের খেলা লাইভ দেখাতে পারে, মেক্সিকোর মতো ছোট বোর্ড নিজেদের ঘরোয়া খেলা লাইভ দেখাতে পারে তাহলে বিসিবির কেন সেইদিকে কোন ভ্রুক্ষেপ নেই?

এই ডিজিটাল যুগে প্রায় সকল ছোট বোর্ডই নিজেদের সকল খেলা ইউটিউবে দেখাচ্ছে সেখানে বিসিবি কি পারেনা দেশের মাটিতে হওয়া নারী দল, এ দল ও ডিপিএলের খেলা গুলো সরাসরি টিভিতে না হলেও ইউটিউবে দেখাতে?

ছোট বোর্ড গুলো সরাসরি সম্প্রচারের খরচ বহন করতে পারলে বিসিবির নিশ্চয়ই চোখ বন্ধ করে এটি বহন করার ক্ষমতা থাকা উচিত। ভক্তদের প্রত্যাশা এই ডিজিটাল যুগে প্রযুক্তির সহজলভ্যতার পর বিসিবি বসে থাকবেনা নিজেদের বিভিন্ন দলের খেলা সম্প্রচারে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

উইকেট পেলে মিলারকে ইনস্টাগ্রামে আনফলো করব : সাইফউদ্দিন

ভারতে আয়ুর্বেদ প্রতিষ্ঠান খুললেন জন্টি রোডস

মুশফিক-তামিমদের সাথে সাক্ষাতে গ্যারি কারস্টেন

মুশফিক-মুমিনুলদের সঙ্গী হচ্ছেন কারস্টেন

আইপিএলের কারণে স্থগিত হল দক্ষিণ আফ্রিকার দুইটি সফর