Scores

মেসি,রোনালদো দুইজনই প্রিয় ফুটবলার

বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের নিয়মিত ফুটবল খেলতে দেখা যায়। অনুশীলনের একটা অংশই হয়ে গেছে ফুটবল। ক্রিকেটের বাইরেও মাঝে মাঝে সাকিব-নাসিরদের ফুটবলের নানা আয়োজনে অংশ নিতে দেখা যায়। তবে প্রিয় ফুটবল দল বা খেলোয়াড় কে?


সম্প্রতি প্রথম আলো’র একটি ফেসবুক লাইভে নিজের পছন্দের ফুটবল দল ও খেলোয়াড় সম্পর্কে জানিয়েছেন নাসির হোসেন। ফুটবলে নাসিরের পছন্দ আর্জেন্টিনার খেলা। এই প্রসঙ্গে নাসির জানান, ‘ক্রিকেটের বাইরে প্রিয় দল ফুটবলে আর্জেন্টিনা। ফুটবল ক্লাবের মধ্যে পছন্দ বার্সেলোনা।’

তবে পছন্দের ফুটবল খেলোয়াড় কে? এই বিষয়ে মজার তথ্য দিয়েছেন নাসির, ‘লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো—দুজনই প্রিয় ফুটবলার।’

Also Read - যুক্তরাষ্ট্রে খেলতে যেতে পারে টাইগাররা


এদিকে সেই সাক্ষাৎকারে দর্শকদের উদ্দেশ্যে নাসির বলেন, ‘আমাকে যাঁরা পছন্দ করেন, তাঁদের বলব- আপনার কাছে আমার যে জিনিসটা ভালো লাগবে, সেটি নেবেন। আমার খারাপ জিনিসটা এড়িয়ে চলবেন।’

[আরও পড়ুনঃ নাসিরের দুই কান্নার গল্প

‘মাইলো’র আয়োজনে অনূর্ধ্ব-১৩ ক্রিকেটার হান্টে অংশ নিয়েছিলেন নাসির হোসেন। এক দর্শক প্রশ্ন করেছিলেন, সেটাই কি তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল? এমন প্রশ্নে নাসির বলেছেন, ‘না ওটা আমার টার্নিং পয়েন্ট না। টার্নিং পয়েন্ট অনেক ছিল। ২০০১ সাল থেকে ক্রিকেট খেলছি। ১৬ বছর ধরে খেলছি। আমার প্রতিটি ম্যাচই টার্নিং পয়েন্ট। যে মাইলোর আয়োজনের কথা বলেছেন, অনূর্ধ্ব-১৩ ক্রিকেটের ওই স্কোয়াডে আমি বাদ পড়েছিলাম। আমার ক্যারিয়ার ঘুরিয়ে দিয়েছে—এমন ম্যাচের কথা বললে জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম। একটায় সেঞ্চুরি, আরেকটায় ৯৫ করেছিলাম। এই ম্যাচ দুটির জন্য হয়তো জাতীয় দলে ডাক পেয়েছিলাম।’ তবে মাইলো’র সেই ক্রিকেটার হান্ট থেকে বাদ পড়ায় অনেক কষ্ট পেয়েছিলেন নাসির। সেই সময়ের স্মৃতিচারণ করে নাসির বলেন,  ‘তিন-চার দিন খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলাম! খুব খারাপ লেগেছিল। খারাপ লাগাই স্বাভাবিক। তখন বয়স ১৩। আমার সঙ্গে লেগ স্পিনার তানভীর হায়দারও ছিল। পরে বিকেএসপিতে সুযোগ পেলাম (২০০৪ সালে)।’ ]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিয়ে ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলে না : শান্ত

সারা বছর ফুটবলের মত টি-টোয়েন্টি লিগের পরিকল্পনা ক্যামেরুনের

দুইটি ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পেয়েছিলেন মাহমুদউল্লাহ

বিশ্বকাপ জিতলে তবেই বিয়ে করবেন রশিদ খান

গাঙ্গুলির জন্যই বিশ্বকাপ জিতেছেন ধোনি; দাবি গম্ভীরের