
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে কানাডার ইনিংস থেমেছে ১৩৬ রানে।

ব্যাসেটেরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডার যুবারা। ব্যাট হাতে দলটি শুরুও পেয়েছিল ভালো। পাওয়ারপ্লের ১০ ওভারে কানাডা কোনো উইকেট হারায়নি।
তবে একাদশ ওভারের প্রথম বলেই রিপন মণ্ডলের শিকার হয়ে সাজঘরে ফেরেন জাশ শাহ। তার আগে ২৭ বলের মোকাবেলায় করেছেন মাত্র ৮ রান। অপর প্রান্তে অনুপ চাকমা অবশ্য দেখেশুনে খেলতে থাকেন।
তবে তাকে দর্শকের ভূমিকায় রেখে সতীর্থরা একে একে ফিরতে থাকেন সাজঘরে। ১২৬ রানে অষ্টম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে ১১৭ বলের মোকাবেলায় ৬৩ রান করেন ৭টি চার হাঁকিয়ে। শেষপর্যন্ত ৪৪.৩ ওভার ব্যাট করে ১৩৬ রানে গুটিয়ে যায় কানাডা।
বাংলাদেশের পক্ষে চারটি করে উইকেট শিকার করেন রিপন মণ্ডল ও এসএম মেহরব।
সংক্ষিপ্ত স্কোর
টস : কানাডা অনূর্ধ্ব-১৯
কানাডা অনূর্ধ্ব-১৯ : ১৩৬/১০ (৪৪.৩ ওভার)
অনুপ ৬৩, কৈরভ ১৪
রিপন ২৪/৪, মেহরব ৩৭/৪, আশিকুর ২১/২
জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রয়োজন ১৩৭।
ম্যাচটির বল বাই বল লাইভ স্কোর দেখুন এখানে
Bangladesh are bowling first against Canada
Live score- https://t.co/pMssqWItmD#BANvCANU19s #U19CWC
— bdcrictime Live Scores (@BdCricTimeLive) January 20, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।