Scores

মেহেদী হাসানে দিশেহারা ভারত

আক্রমণে এসেই প্রতিপক্ষের ব্যাটসম্যানের ওপর তৈরী করেছেন চাপ। সফলতার মুখ দেখেছেন নিজের দ্বিতীয় ওভারেই। তরুণ মেহেদী হাসানের বোলিং তোপে এ মুহূর্তে চাপে স্বাগতিক ভারত অনূর্ধ্ব ২৩ দলের ব্যাটসম্যানরা।

ফাইল ছবি

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরবোর্ডে ৯৯ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। যার মধ্যে তিনটি উইকেটই গেছে মেহেদীর দখলে। ৮ ওভার হাত ঘুরিয়ে ২ মেডেনের বিপরীতে ২২ রান খরচায় উইকেটগুলো নিয়েছেন তিনি।

বাকি দুটি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি ও শফিকুল ইসলাম।

Also Read - হাতে সেলাই নিয়েই অনুশীলনে বিপ্লব


শেষ খবর পাওয়া পর্যন্ত চাপ কাটিয়ে ওঠতে লড়ছে ভারত। এ প্রতিবেদন লেখার সময় ৩৬ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ১২৯ রান।

প্রসঙ্গত, সফরকারী বাংলাদেশ ভারত অনূর্ধ্ব ২৩ দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা মাঠে গড়ায়নি। আয়োজকরা তাই ম্যাচটি রিজার্ভ ডে-তে আয়োজনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় আজ লড়ছে দুই দল।
উল্লেখ্য, ভারত সফরে মোট পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। একই মাঠে সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩, ২৫, ও ২৭ সেপ্টেম্বর
প্রথম ওয়ানডের বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল: সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, সাব্বির হোসেন, মোহাম্মদ আল-আমিন, ইয়াসির আলি চৌধুরী, রবিউল হক, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শফিকুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান ও আবু হায়দার রনি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্বস্তি ফিরে পেয়েছেন সৌম্য সরকার

২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশসহ ৪টি সিরিজ চূড়ান্ত করল নিউজিল্যান্ড

শ্রীলঙ্কা সফরে কমছে টেস্ট, যোগ হচ্ছে টি-২০!

ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের চেষ্টা করবে বিসিবি