Scores

মোটা অঙ্কের বেতন কাটার সিদ্ধান্ত ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের

করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে ক্রিকেটীয় কার্যক্রম। ফলে ক্রিকেট বোর্ডগুলোর উপার্জনও সাময়িক বন্ধ হয়ে আছে। এমতাবস্থায় ক্রিকেট ওয়েস্ট সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটার ও বোর্ডটাতে কর্মরত কর্মীদের বেতন কেটে নেয়ার। ৫০ শতাংশ করে ৬ মাসের বেতন কাটার কথা জানা গিয়েছে।

গত মার্চ মাসেই কার্যত বন্ধ হয়ে গিয়েছে মাঠের ক্রিকেট। আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো সিরিজ বা টুর্নামেন্টই আয়োজন না হওয়ায় ক্রিকেট বোর্ডগুলোর আয়ের এই বড় উৎস বন্ধ হয়ে আছে। এই সংকটের মুখে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে ক্রিকেটার ও বোর্ডের কর্মীদের বেতন ৫০ শতাংশ করে কেটে নেয়া হবে। আগামী ৬ মাস এই ধারা অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।

Also Read - ভক্তের বাড়ি যেয়ে 'পোর্ট্রেট' আনলেন করুণারত্নে


১ জুলাই থেকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ৫০ শতাংশ এই বেতন কেটে নেয়ার তালিকায় শুধু ক্রিকেটার ও বোর্ডের কর্মী নয় কোচ ও দেশটির আম্পায়ারদেরও রাখা হয়েছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘পৃথিবীর কোথাও এখন ক্রিকেট খেলা হচ্ছে না; আবার কবে শুরু হবে তাও আমরা নিশ্চিত নই। এই অনিশ্চয়তার মুখে আরও অনেক ক্রীড়া সংস্থার মতোই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজেরও অনেক আর্থিক ক্ষতি হয়ে গিয়েছে; যা ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে।’

উল্লেখ্য, চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের সবুজ বার্তা পাওয়া গিয়েছে। চার্টার্ড ফ্লাইটে করে ক্যারিবিয়ান ক্রিকেটারদের ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ক্যারিবিয়ানদের চার্টার্ড ফ্লাইটে করে দেশটিতে নিয়ে যাবে এবং সেখানে ২ সপ্তাহের আইসোলেশন শেষে আগস্ট মাসে ক্রিকেটারদের মাঠে নামার কথা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমাকে সন্ত্রাসী-সেলে নিয়ে দিনে ১৬-১৭ ঘণ্টা নির্যাতন করা হতো’

আমার সাথে চরম অন্যায় করা হয়েছে : নাফীস

সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর

স্যামির কাছে ক্ষমা চেয়েছেন ইশান্ত

ফিক্সিং ইস্যুতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি থারাঙ্গা