
সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে সুযোগটাকে দারুণভাবে কাজে লাগালেন তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। দলের হাল ধরে ব্যাট চালিয়ে তুলে নিলেন প্রথম-শ্রেণীর ক্যারিয়ারের ১০ম শতক। তাও আবার ক্যারিয়ারের মাত্র ২৯তম ম্যাচ খেলতে নেমে।
আগের দিনের ২ উইকেটে করা ৪৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে তুষার ইমরানের গুরুত্বপূর্ণ উইকেট হারায় বাংলাদেশ। তার বিদায়ের পর ৭৪ রানে ৩ উইকেটের পতনে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জাগে টাইগারদের। তবে শঙ্কাকে দূরে ঠেলে দিয়ে সাবলীল গতিতে খেলতে থাকেন তিনি। সাথে তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন জাতীয় দলের সতীর্থ সাব্বির রহমান।
লাঞ্চ ব্রেকের আগেই পূর্ণ করেন অর্ধশতক যা বিরতি থেকে ফিরে পূর্ণতা দেন শতকে। ১৯৮ বল মোকাবেলা করে ধৈর্য্যর পরিচয় দিয়ে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন তিনি। শতক হাঁকাতে খেলেন ৭ চার ও ২ ছক্কা। শুরুর দিকে সাব্বির ধীরগতিতে ব্যাট চালালেও সময় গড়ানোর সাথে সেও বেরিয়ে আসে খোলস ছেড়ে।
Bangladesh A vs Sri Lanka A, first 4-day match
Tea break, Day-3
Ban A are 248/3, Mosaddek 120*, Sabbir 45*#BANAvSLA pic.twitter.com/S40j0BuGJC— bdcrictime.com (@BDCricTime) June 28, 2018
টানা অফ-ফর্মের মধ্য দিয়ে সময় পাড়ি দেওয়া ডানহাতি এ ব্যাটসম্যান দেখা পান প্রথম-শ্রেণীর ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক পূর্ণ। পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়ার দিন কাঙ্ক্ষিত অর্জন স্পর্শ করতে ৩ চার ও ১ ছয় হাঁকান ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যান। অর্ধশতক পূর্ণ করার পথে খেলেন ১১২ বল।
এ প্রতিবেদন লেখার সময়, শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে গড়েছেন ১৫৪ রানের জুটি। যার মধ্যে ৭২ রান এসেছে সাব্বিরের ব্যাট থেকে। ৭২ রানে অপরাজিত সাব্বিরের সাথে ১০৩ রান নিয়ে ব্যাট করছেন মোসাদ্দেক। আর প্রথম ইনিংসে এ মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৭৩ ওভার শেষে ৩ উইকেটে ২২৮ রান। প্রথম ইনিংসে সফরকারীরা এখনো এগিয়ে রয়েছে ২২১ রানে।
এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ব্যাটসম্যানদের দৃঢ়তার স্কোরবোর্ডে ৮উইকেটে ৪৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ১৬৮ রান এসেছে লাহিরু থিরিমান্নের ব্যাট থেকে। তাছাড়া আসালঙ্কা ৯০ ও আসহান খেলেন ৭০ রানের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে ২৭ ওভার বল করে ৯২ রান খরচায় খালেদ সর্বোচ্চ ৪টি ও ১৯ ওভার বল করে আবু হায়দার ৬৯ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন। তাছাড়া ১৯.১ ওভার বল করে ৭৩ রান খরচায় থিরিমান্নের উইকেটটি নেন অপু।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
বাংলাদেশ ‘এ’ দলঃ ২২৮/৩ ৯৭৩ ওভার)
অপরাজিত ব্যাটসম্যান- মোসাদ্দেক ১০৩*, সাব্বির ৭২*
জুটিঃ ১৫৪ রান (অবিচ্ছিন্ন)।
আউট হয়ে যাওয়া ব্যাটসম্যান- সৌম্য ২১, সাদমান ১, তুষার ২৫
শেষ উইকেট- তুষার ইমরান ২৫, উইকেট পতন- দলীয় ৭৪ রানের সময়।
আরও পড়ুনঃ উইন্ডিজ সফর ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ!