মোহামেডানের কাছে পাত্তা পেল না প্রাইম ব্যাংক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হেসেখেলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাকলাইন সজীব ও সোহাগ গাজীর দুর্দান্ত বোলিংয়ের দিনে আব্দুল মজিদ-রকিবুল হাসানরা জিতেছেন ৭ উইকেটের ব্যবধানে।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২১ এপ্রিল) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৪২.২ ওভার ব্যাট করেই গুটিয়ে যায় ১৭৪ রানে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন অলক কাপালি। এছাড়া নাহিদুল ইসলাম ২৬, মনির হাসান ২২ ও আব্দুর রাজ্জাক অপরাজিত ২২ রান করেন।
মোহামেডানের পক্ষে সাকলাইন সজীব একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া সোহাগ গাজী তিনটি, রাহাতুল ফেরদৌস দুইটি এবং শফিউল ইসলাম একটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন লিটন দাস ও আব্দুল মজিদ। লিটন ৩২ রান করে বিদায় নেওয়ার পর ১১ রান করে সাজঘরে ফেরেন ইরফান সুক্কুরও। তবে এরপর রকিবুল হাসানকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মজিদ।
মজিদ ৫৪ রান করে আউট হয়ে গেলেও ৫২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অপরাজিত রকিবুল। ২২ রান করে অপরাজিত থাকেন তুষার ইমরানও। মোহামেডান জয় পায় ৭ উইকেট ও ৯০ বল বাকি থাকতেই।
প্রাইম ব্যাংকের পক্ষে একটি করে উইকেট শিকার করেন নাঈম হাসান, আব্দুর রাজ্জাক ও নাহিদুল ইসলাম। মোহামেডানের সাকলাইন সজীব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক ১৭৪ (৪২.২ ওভার)
অলক ৪৩, নাহিদুল ২৬, রাজ্জাক ২২*
সাকলাইন ৪০/৪, সোহাগ ৩৮/৩
মোহামেডান ১৭৫/৩ (৩৫ ওভার)
মজিদ ৫৪, রকিবুল ৫২*, তুষার ২২*
নাহিদুল ২৭/১, নাঈম ৩১/১
ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।