Scores

ম্যাকগিল নিয়ে সংশয়


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছিলেন স্পিন কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক লিগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের যোগ দেওয়ার কথা। কিন্তু এখনো সবকিছু নিশ্চিত হয়নি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও জানালেন ম্যাকগিলকে নিয়ে সংশয়ের কথা।

বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে স্পিন কোচ হিসেবে ম্যাকগিলের কাজ করার বিষয়টি। তবে এখনো চূড়ান্ত না হওয়াতে সংশয়ও তৈরি হয়েছে। এ ব্যাপারে জাগো নিউজকে আকরাম খান বলেন, “আজ পর্যন্ত চূড়ান্ত কথা দেননি ম্যাকগিল। বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কবে আসবেন এ অস্ট্রেলিয়ান, তা আমিও ঠিক জানি না।”

শীঘ্রই  এ সংশয় দূর করতে চান আকরাম খান। চূড়ান্ত কথাবার্তা সেরে ফেলতে চান ম্যাকগিলের সাথে। ম্যাকগিলের এমন নীরবতা সংশয় তৈরি করেছে আকরাম খানের মনেও। তাই তাকে সবকিছু চূড়ান্ত করতে দুই দিন সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আকরাম খান।

Also Read - ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ আয়োজন করার প্রচেষ্টায় বিসিবি


তিনি বলেন, “আমরা তার কাছ থেকে একটা স্পষ্ট ও পরিষ্কার জবাবের আশায় আছি; কিন্তু ম্যাকগিল এখনো ঠিক জানাননি কবে আসবেন? তার এ নীরবতা আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা তাই তাকে সময় বেধে দিয়েছি। আগামী দুই দিনের মধ্যে তাকে সব কিছু পরিষ্কার করে জানাতে বলা হয়েছে।”

দুই দিনের মধ্যে না জানলে বিকল্প চিন্তার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, “এ দুদিনের মধ্যে বাংলাদেশে আসার বিষয়টা খোলাসা হয়ে গেলে কথা নেই। না হয় আমরা নতুন চিন্তা ভাবনা করবো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশে না আসতে পারায় ম্যাকগিলের হতাশা

এখনো স্পিন কোচের সন্ধানে বিসিবি!

ম্যাকগিলই হচ্ছেন টাইগারদের স্পিন কোচ

তবে কি স্টুয়ার্ট ম্যাকগিলই হচ্ছেন স্পিন কোচ?