ম্যাক্সওয়েলের ছক্কায় ভাঙা ‘আসন’ নিলামে
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল কিউই বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছিলেন। ওই ইনিংসেই ম্যাক্সওয়েলের হাঁকানো একটি ছক্কায় ভেঙে যায় গ্যালারির একটি আসন। সেই আসনটি নিলামে তোলা হচ্ছে ওয়েলিংটনের গৃহহীন নারীদের সাহায্য করার জন্য।
কিউই সফরের প্রথম দুইটি ম্যাচই হেরেছিল অস্ট্রেলিয়া। ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ার পরে ঘুরে দাঁড়ায় অ্যারন ফিঞ্চের দল। তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ২০৮ রান সংগ্রহ করেন তারা। অধিনায়ক ফিঞ্চ ৪৪ বলে ৬৯ রান ও জস ফিলিপে ২৭ বলে ৪৩ রান করেন।
Also Read - পিএসএলে করোনা আক্রান্ত আরও '৩' ক্রিকেটারম্যাক্সওয়েল তার স্বভাবসুলভ ব্যাটিংয়ের ধাঁচে ফিরে করেন ৭০ রান। ২২৫.৮১ স্ট্রাইকরেটে খেলেন ৩১টি বল। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছক্কা। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭তম ওভারে জেমস নিশামের এক ওভারেই ২৮ রান সংগ্রহ করেন ম্যাক্সওয়েল। আইপিএলের সাবেক দল পাঞ্জাবের সতীর্থ নিশামকে মেরে ছাতু বানানোর পথেই একটি ছক্কা মারেন ডিপ স্কয়ার লেগে। সেই বলটি গিয়ে পড়ে ফাঁকা গ্যালারিতে ও ভেঙে ফেলে একটি আসন।
ম্যাক্সওয়েলের ছক্কার আঘাতে ভাঙা আসনটি নিলামে তোলার জন্য অনুরোধ করা হয় স্টেডিয়ামের প্রধান নির্বাহি শেন হারমনের পক্ষ থেকেই। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি ম্যাক্সওয়েলের অনুমতি চেয়ে প্রশ্ন ছুঁড়ে দেন। ভাঙা আসনটি নিলামে তোলার উদ্দেশ্য হলো ওয়েলিংটনের গৃহহীনদের নারীদের সাহায্য করা। এই অজি ক্রিকেটারও সাড়া দিয়েছেন হারমনের আহ্বানে। ফলে নিলামে তোলা হচ্ছে ভাঙা আসনটি।
ভাঙা আসনটি ম্যাক্সওয়েলের স্বাক্ষর পাওয়ার আশাও পূরণ হয়েছে। সহজেই আসনটিতে ম্যাক্সওয়েলের স্বাক্ষর পেয়েছেন হারমান। নিলামের প্রতিষ্ঠান ট্রেডমি-তে আগামী সপ্তাহে আসনটি নিলামে তোলা হবে।