ম্যাক্সওয়েল-মার্শের ব্যাটে চড়ে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ
ম্যানচেস্টারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের লড়াকু ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ২৯৪ রান, ৯ উইকেট হারিয়ে।
যদিও অ্যারন ফিঞ্চের দল প্রত্যাশা অনুযায়ী ব্যাটিংয়ের সূচনা ঘটাতে পারেনি। দলীয় ১৩ রানেই সাজঘরে ফেরেন ওপেনার ডেভিড ওয়ার্নার (৬)। এরপর মার্কাস স্টয়নিস মারকুটে ব্যাটিংয়ে বিপর্যয় রোধ করার চেষ্টা করলেও তাকে দর্শক হিসেবে অপর প্রান্তে রেখেই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরে অধিনায়ক ফিঞ্চ (১৬)।
Also Read - দ্বিতীয় ওয়ানডেতেও অনিশ্চিত স্মিথ
দলীয় ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারানো অস্ট্রেলিয়া স্টয়নিসকেও (৩৪ বলে ৪৩) হারায় ৮০ রানে। মার্ক উড ও জফরা আর্চারের সাথে বল হাতে উইকেট শিকারের মিছিলে যোগ দেন আদিল রশিদও। ১০৩ রানে লাবুশানে (২১) ও ১২৩ রানে অ্যালেক্স ক্যারিকে (১০) হারিয়ে নিদারুণ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
ইংলিশরা যখন অজিদের অল্প রানে আটকে দেওয়ার পরিকল্পনা করছে, তখন বিপর্যয় সামাল দেন মার্শ ও ম্যাক্সওয়েল। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১২৬ রানের দারুণ এক পার্টনারশিপ, যা অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের ভিত করে দেয়। ঝড়ো ব্যাটিং করা ম্যাক্সওয়েল চারটি করে চার ছক্কা হাঁকান, ২৪৯ রানে সাজঘরে ফেরার আগে ৫৯ বলে করেন ৭৭ রান। দেখেশুনে খেলা মার্শ ১০০ বলে ৭৩ রান করে উডের বলে এলবিডব্লিউ হন। তিনি হাঁকান ৬টি চার।
লোয়ার অর্ডারে চওড়া ছিল না কারও ব্যাটই। তবুও নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ২৯৪ রান। ইয়ন মরগানের দলের পক্ষে জফরা আর্চার ও মার্ক উড তিনটি করে এবং আদিল রশিদ দুটি উইকেট শিকার করেন। একটি উইকেট শিকার করেন ক্রিস ওকস।
স্কোর
অস্ট্রেলিয়া – ২৯৪/৯ (৫০ ওভার)
ম্যাক্সওয়েল ৭৭, মার্শ ৭৩, স্টয়নিস ৪৩
উড ৫৪/৩, আর্চার ৫৭/৩, আদিল ৫৫/২
জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ২৯৫ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।