Scores

ম্যাচের আগে ডোপ টেস্ট দিলেন বুমরাহ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে সাউদাম্পটনে প্রস্তুত হচ্ছে ভারত। এরই মধ্যে দলের পেসার জাসপ্রিত বুমরাহ হঠাৎ ডাক পেলেন ডোপ টেস্টের জন্য। অগত্যা তার ডোপ টেস্ট করেছেন ডোপ নিয়ন্ত্রণ কর্তারা।

ম্যাচের আগে ডোপ টেস্ট দিলেন বুমরাহ

সোমবার (৩ জুন) অন্যান্য দিনের মতই ক্রিকেটীয় কাজে ব্যস্ত ছিলেন বুমরাহ। দলের সাথে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যুতে করছিলেন কঠোর অনুশীলন। এ সময় বুমরাহর ডোপ টেস্ট করার কথা জানান ডোপ কন্ট্রোল কর্মকর্তারা।

Also Read - বাংলাদেশের ভারত সফরের সূচি চূড়ান্ত


এরপর দুই দফায় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে ভারতের ২৫ বছর বয়সী পেসারকে। প্রথমে তার মূত্র নমুনা সংগ্রহ করা হয় এবং এর ৪৫ মিনিট পর সংগ্রহ করা হয় রক্তের নমুনা।

বৈশ্বিক প্রতিটি আসরের আগেই ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআইয়ের উদ্যোগে প্রত্যেক খেলোয়াড়ের ডোপ টেস্ট করা হয়। যদিও আইসিসি চাইলে যেকোনো সময় যেকোনো ক্রিকেটারের ডোপ টেস্ট নিতে পারে।

প্রসঙ্গত, ডোপ টেস্ট মূলত করা হয় কোনো খেলোয়াড় পারফরম্যান্স ভালো করার জন্য অবৈধ কোনো ঔষধ গ্রহণ করছেন কি না তা নিরীক্ষার জন্য।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৫ জুন মাঠে নামবে ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন দল এই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে। যদিও স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশের কাছে হেরে প্রোটিয়ারা রয়েছে ব্যাকফুটে। তাই বুমরাহদের বিপক্ষে জয় তুলে নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক

সাকিবও বলছেন— মাশরাফির নিষ্প্রভতায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ

নিজের জন্য নয়, দেশের জন্যই খেলি: সাকিব

নিশামকে একমাস তাড়া করেছে ফাইনালের দুঃস্বপ্ন!