Scores

ভারতকে পিটারসেনের খোঁচা

আগামীকাল বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। তার বদলি হিসেবে দলে ঢুকেছেন রিশাভ পান্ট। অথচ ম্যাচের আগে তাকে একাদশে নিতে নিষেধ করছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন।

এবারের বিশ্বকাপে নানা সময় আলোচনার শীর্ষে থাকেন সাবেক ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন। তবে সেটি তার টুইটের জন্য। অনেক সময় অযুক্তিক টুইট করে বসেন তিনি, ফলে সমলোচনার শিকার হতে হয় পরবর্তীতে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি সমলোচনার শিকার হয়েছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়ে দেওয়াতে বলে। অথচ সেই ইংল্যান্ড কিনা সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য লড়ছে।

Also Read - ইংল্যান্ডের বর্তমান পারফরর্ম্যান্সে বিস্মিত কোহলি


তবে সেসব ফেলে আবারো আলোচনায় পিটারসেনের টুইট। ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর রিশাভ পান্টকে কেন নেওয়া হয়নি তার জন্য সমলোচনা করেছিলেন পিটারসেন। অথচ ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন সুল পাল্টে ফেললেন সাবেক এ ইংলিশ ক্রিকেটার। ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে রিশাভ পান্টকে একাদশে না নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

“হে, বিরাট ও রবি শাস্ত্রী, দয়া করে বিজয় শংকরকে একাদশ থেকে বাদ দিও না। আমার মনে হয় সে ধীরে ধীরে নিজের সেরাটা দেওয়া শুরু করেছে এবং আগামীকাল তোমাদের ম্যাচও জেতাতে পারে! পান্টের কথা আপাতত মাথায় নিও না। বিশ্বকাপ দলে ঢোকার আগে পান্টের আরও তিন সপ্তাহের প্রস্তুতি দরকার।”

নিজের এই টুইটের পর আবারো ভারতীয়দের সমলোচনার শিকার হয়েছেন পিটারসেন। তবে আর যাইহোক মূল লড়াইয়ের আগে পিটারসেনের এমন টুইট ভারতকে একধরণের খোঁচাই দিয়েছেন সাবেক এ ইংলিশ ক্রিকেটার।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক

সাকিবও বলছেন— মাশরাফির নিষ্প্রভতায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ

নিজের জন্য নয়, দেশের জন্যই খেলি: সাকিব

নিশামকে একমাস তাড়া করেছে ফাইনালের দুঃস্বপ্ন!