Scores

ম্যাচের পর শ্রীলঙ্কার বিমান ধরবেন মালিঙ্গা

আর কিছুক্ষণ পরই ব্রিস্টলে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেমিফাইনালে যাওয়ার জন্য দুই দলের কাছে এটি বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এই ম্যাচ নিয়ে একটু বেশিই তাড়া কাজ করছে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। ম্যাচ শেষ করেই তাকে যে ধরতে হবে নিজ দেশের বিমান!

ম্যাচের পর শ্রীলঙ্কার বিমান ধরবেন মালিঙ্গা

না, মালিঙ্গা বিশ্বকাপ দল থেকে না তুলে নেননি। নেই কোনো চোটজনিত সমস্যায়। তাকে শ্রীলঙ্কায় উড়াল দিতে হচ্ছে পারিবারিক কারণে। সদ্যই গত হয়েছেন তার শাশুড়ি। স্ত্রীর জন্মদাত্রীর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্যই মালিঙ্গাকে বিশ্বকাপের মাঝপথে যেতে হচ্ছে শ্রীলঙ্কায়।

Also Read - ভিসা না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দুই আইকনিক সমর্থক


মালিঙ্গার শ্রীলঙ্কা যাওয়ার ব্যাপারে জানিয়ে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, ‘শাশুড়ি মারা যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি শেষ করেই মালিঙ্গা দল ছাড়বেন।’

৩৫ বছর বয়সী এই তারকা পেসারের শাশুড়ি কান্থি পেরেরার শেষকৃত্য সম্পন্ন হবে আগামী বৃহস্পতিবার (১৩ জুন)। সেই আচার সম্পন্ন করে মালিঙ্গাকে আবার দ্রুতই ধরতে হবে ইংল্যান্ডের বিমান। কারণ শনিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হবে শ্রীলঙ্কাকে।

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে এক জয়, এক পরাজয় ও বৃষ্টিতে ভেসে যাওয়া একটি ম্যাচে শ্রীলঙ্কার ঝুলিতে আছে ৩ পয়েন্ট। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আদায় করে নিতে চাইবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও এই ম্যাচ মাঠে গড়াবে কি না তা নিয়ে আছে শঙ্কা, কারণ ব্রিস্টলের আকাশ থেকে অবিরত ঝরছে বৃষ্টি!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম