Scores

ম্যাচ ফি বাড়ানোয় বিসিবিকে মাশরাফির সাধুবাদ

তিন ফরম্যাটেই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । মূলত টেস্টে ক্রিকেটারদের আকৃষ্ট করতে টেস্টের ম্যাচ ফি বাড়িয়েছে অনেক। বোর্ডের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মাশরাফি মুর্তজা।

বোর্ডের সভায় যোগ দিয়েছেন মাশরাফি

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি তুলনামূলকভাবে কম ছিল। যেটির প্রভাব কি না পড়েছিল বাংলাদেশের টেস্ট পারফরম্যান্সেও। টেস্টের ম্যাচ ফি বাড়ানোর পক্ষে কথা বলেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিও। শুধু তাই নয় গুঞ্জন উঠেছিল বর্তমান দলের অনেক সদস্যরা টেস্ট খেলতে আগ্রহী নয়। যার কারণে বাড়ানো হয়েছে ম্যাচ ফি।

Also Read - বিসিবি বললে ‘এখনই’ ছেড়ে দিবেন মাশরাফি


ওয়ানডেতে ম্যাচ ফি করা হয়েছে ৩ লাখ, টেস্টে ৬ লাখ এবং টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা। বিশেষ করে টেস্টে ম্যাচ বাড়ানোতে বিসিবিকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। সেই সাথে এখন থেকে তিনি মনে করছেন টেস্ট খেলতে আগ্রহ বাড়বে তরুণদের।

“আমি মনে করি খুব ভাল সিদ্ধান্ত। তিন ফরম্যাটের জন্য যারা তাদের বেতন বেশি হবে অন্যদের থেকে এটা অনেক ভাল হয়েছে। সুন্দর হয়েছে। এমনটা হওয়া উচিত। আমি মনে করি বোর্ড খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা শুনি যে টেস্ট ক্রিকেট অনেকে খেলতে চায় না। বেতন বেশি থাকলে স্পিরিট টা আসবে যে টেস্ট খেললে বেতন বেশি পাবো। এটা টেস্টের জন্য অনেক ভাল হবে মনে করি।”

রবিবার হয় বিসিবির বোর্ড সভা। সেখানেই উঠে আসে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ইস্যুটি। সভা শেষে ম্যাচ ফি বাড়ানোর কথা নিয়েই জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টস না জেতার আক্ষেপ মাশরাফির

ঢাকাকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম

শাদাবের ব্যাটে ঢাকার লড়াকু পুঁজি

১৪ সেলাই নিয়েই খেলতে নামলেন মাশরাফি!

‘জেতা ছাড়া আর কোনো উপায় নেই’