Scores

ম্যাচ শেষে অ্যাম্বুলেন্সে হোটেলে ফিরল কিউই ক্রিকেটাররা

প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে যেতে হয়েছিল কিউই ক্রিকেটারদের। তবে সেখান থেকে ফেরার সময় বাঁধে বিপত্তি। কিউই ক্রিকেটাররা অ্যাম্বুলেন্স, আর্মি জিপ ও মিনি ভ্যানে করে পৃথক পৃথকভাবে হোটেলে ফিরেছেন।


আগামী রবিবার (১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। টেস্ট সিরিজ শেষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা ছিল কাটুনায়েকেতে। শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট ইলেভেনের বিপক্ষে ছিল ম্যাচটি।

Also Read - প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সোহান, আছেন নাঈম


ম্যাচ শেষে হোটেলে ফেরার সময় বিপদে নিউজিল্যান্ড দল। পাহাড়ি রাস্তার মাঝপথে নষ্ট হয়ে যায় কিউই ক্রিকেটারদের বহনকারী বাসটি। প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে গাড়ি মেরামত করারও কোনো ব্যবস্থা দ্রুত নেয়া যায়নি। ওদিকে আবার বেল গড়িয়ে রাত নেমে আসছিল। উপয়ান্তুর না দেখেই অন্য ব্যবস্থা করতে নামে দায়িত্বরত ব্যক্তিবর্গ।

অবশেষে কিউই ক্রিকেটারদের হোটেলে ফেরার জন্য অ্যাম্বুলেন্স, আর্মি জিপ ও মিনি ভ্যান ঠিক করা হয়। এইসব যানবাহনে করেই তারা নিরাপদে হোটেলে ফিরেছেন। তবে শুধু সফরকারীরা না, এইসময় তাদের সাথে যোগ দিয়েছিলেন লঙ্কান টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাও।


এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হলেও নিউজিল্যান্ডের ক্রিকেটার কিংবা টিম ম্যানেজমেন্টকে উদ্বিগ্ন হতে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করে ঘটনা জানিয়েছে স্বয়ং ব্ল্যাকক্যাপস ক্রিকেট। সেখানে উদ্বিগ্ন তো নয়ই বরং হাসিখুশিই দেখা যায় তাদের।

প্রসঙ্গত, ম্যাচটিতে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট ইলেভেনকে ৩৩ রানে পরাজিত করেছে নিউজিল্যান্ড।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাবাকে হাসপাতালে রেখেই ক্যারিয়ার বাঁচাতে লড়ছিলেন বাটলার

শেষ দুই টেস্ট খেলবেন না স্টোকস; ছুটতে হচ্ছে নিউজিল্যান্ডে

নেই ব্রড-রুট ও ওপেনার, বিতর্কিত টেস্ট দল সাজালেন পূজারা

জেদের বশে ধোনির মাথায় বল ছুঁড়েছিলেন শোয়েব

রান না করলে এটাই ছিল আমার শেষ ম্যাচ : বাটলার