Scores

ম্যাচ সিচুয়েশনে টাইগারদের অনুশীলন

শ্রীলঙ্কা সফরকে সামনে দলগত অনুশীলন করছে বাংলাদেশ। প্রথমে সাধারণ নেটে অনুশীলন শুরু হলেও বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টাইগারদের অনুশীলনের ধরণে পরিবর্তন এনেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ম্যাচের পরিবেশ সৃষ্টি করে মুশফিক-তামিমদের অনুশীলন করানো হয়েছে।

পরিবর্তন এসেছে টাইগারদের অনুশীলনের ধরণে

আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বুধবার (২৩ সেপ্টেম্বর) দুঃসংবাদ হয়ে এসেছে টেস্ট দলের নিয়মিত মুখ আবু জায়েদ চৌধুরি রাহীর কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর। তার সাথেই ছিলেন এবাদত হোসেন। এই পেসারের কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসলেও সতর্কতাবশত তাকেও রাখা হয়েছে আইসোলেশনে। দলের বাকি ২৫ জন ক্রিকেটার জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন।

Also Read - বড় ইনিংস খেলতে চান শান্ত


বৃহস্পতিবার টাইগারদের অনুশীলনে দেখা যায় ভিন্ন রূপ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেন্টার উইকেট ও নেটে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ম্যাচের মতো দুই প্রান্তে দুইজন ব্যাটসম্যান রেখে প্রান্ত বদল করিয়ে অনুশীলন করিয়েছেন প্রধান কোচ। এছাড়া ৩০ গজ বৃত্তের ভেতরে ফিল্ডার এবং স্লিপেও ফিল্ডার রেখেছিলেন ডমিঙ্গো।

এতে ম্যাচের মতো পরিবেশ ও চাপ সৃষ্টি করে ব্যাটসম্যানদের অনুশীলনের মানসিকতায় পরিবর্তন আনা হয়েছে। ক্রিকেটাররা পালাক্রমে এভাবে অনুশীলন করেছেন।

প্রসঙ্গত, ২৭ তারিখ শ্রীলয়কার উদ্দেশে যাত্রা করার কথা ছিলো বাংলাদেশ দলের। তবে দুই বোর্ডের সমঝোতা এখনো পর্যন্ত না হওয়ায় আপাতত সফর পিছিয়েছে। তাই ডমিঙ্গো আরও বড় পরিসরে হোম অব ক্রিকেটে কাজ শুরু করে দিয়েছেন। এতে ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধির সাথে দীর্ঘদিন পরে মাঠে ফেরার জড়তা কাটবে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

কোহলি-স্টোকসদের পথে আফিফ-আকবরদের হাঁটাতে চান র‍্যাডফোর্ড

লাইভে আসছেন সাকিব, উত্তর দিবেন ১০ জন কমেন্টকারীর

বিশ্বসেরা ছাত্রের প্রত্যাবর্তনে আপ্লুত ‘ফাহিম স্যার’

“মানসিকতার কারণেই মেসি-রোনালদো-সাকিবরা অনন্য”

বিকেএসপিতে যেমন ছিল সাকিবের নিবিড় অনুশীলন